১) মেষ রাশিঃ কর্মস্থলে ঝামেলার আশঙ্কা রয়েছে। তবে উচ্চপদস্ত কর্মকর্তার সাহায্য পেতে পারেন। রাজনৈতিক নেতাকর্মীদের কাজের ক্ষেত্রে বাধা বিপত্তি দেখা দিতে পারে। বেকারদের চাকরি সংক্রান্ত পরীক্ষায় আশানুরুপ অগ্রগতি হতে পারে। প্রশাসনিক কর্মকর্তাদের কাজে ঝামেলা দেখা দিতে পারে। ব্যবসায়ীরা আর্থিক লেনদেনে সতর্ক হোন। যে কোনও বুকিং বাতিল হতে পারে। কোন ব্যবসায়িক/আইনি কাগজপত্র ভালো করে না পড়ে সই করবেন না যেন।
আজকের শুভ রঙঃ লাল ও শুভ সংখ্যাঃ ১
২) বৃষ রাশিঃ সতর্ক থাকুন, আপনার প্রেমের সঙ্গী আপনাকে তোষামোদ করতে পারে। উত্সর্গীকৃত পেশাদারিত্তের জন্য পদোন্নতি বা আর্থিক লাভ হতে পারে। আপনার সময় ও উদ্যম অন্যকে সাহায্য করতে উৎসর্গ করুন – কিন্তু যেখানে নিজে জড়িত নন এমন ব্যাপারে জড়িয়ে পড়বেন না যেন। বিবাহজীবন এই সপ্তাহের তুলনায় আগে কোনদিন এত চমপ্রদ হয়-নি। ব্যবসায় ক্ষতি হতে পারে। আপনার ব্যবসায়ের উন্নতির জন্য আপনাকে অরো অর্থ ব্যয় করতে হতে পারে।
আজকের শুভ রঙঃ সাদা ও শুভ সংখ্যাঃ ২
৩) মিথুন রাশিঃ এই সপ্তাহটি জাতক জাতিকার জন্য মিশ্র ফলদায়ক হবে। উপার্জন ভাগ্য শুভ। বাহন ক্রয়ের যোগ রয়েছে। ব্যবসা ক্ষেত্রে বড় কোন সমস্যার সম্ভাবনা নেই। যানবাহনে চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। ব্যবসায় খুব ভাল খবর পেতে পারেন। বৈদেশিক ব্যবসা বানিজ্যে কিছু বাধা বিপত্তির আশঙ্কা রয়েছে। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে উন্নতি হতে পারে। পরিবারের অন্যান্যদেরকে নিয়ে চিন্তার ভিড়ে নিজের ভাবনা গুলোকে গড়ে নিন অন্যথায় আপনি অন্যের নির্মম শিকারে পরিণত হবেন।
আজকের শুভ রঙঃ হালকা সবুজ ও শুভ সংখ্যাঃ ৩
৪) কর্কট রাশিঃ সপ্তাহটি বিশেষ ভাল যাবে না। বিদ্যার্থীদের বিদেশে উচ্চ শিক্ষার জন্য যাওয়ার ক্ষেত্রে বাধা বিপত্তি দেখা দিতে পারে। চাকুরিক্ষেত্রে একটু বেশি পরিশ্রম করতে হতে পারে। উপার্জন ভাগ্য মন্দ না হলেও অর্থ অপচয় হয় এমন সিদ্ধান্ত নেবেন না। প্রেমের ক্ষেত্রে কিছু সমস্যা থাকতে পারে। বিনোদন ও প্রেম শুভ। বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে। আবার প্রেমে পড়ার সুযোগ প্রবল কিন্তু ব্যাক্তিগত অদৃশ্য শত্রুরা বাধার করণ হতে পারে।
আজকের শুভ রঙঃ বেগুনী ও শুভ সংখ্যাঃ ৪
৫) সিংহ রাশিঃ সপ্তাহটি মুটামুটি ভাবে অতিবাহিত হবে। শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ যেতে পারে। মানসিক অস্থিরতার কারণে কাজে বারবার ভুল হতে পারে। সাংসারিক বিষয়ে ভুলবুঝাবুঝি দেখা দিতে পারে। অংশিদারী কাজে আশানুরুপ সাফল্য আসবে না। আত্মীয়র সমাগম বাড়তে পারে। পুলিশ প্রশাসনের কোনও ব্যক্তির সঙ্গে ঝামেলা হতে পারে। এমন ব্যক্তির সাথে সংযুক্ত হোন বা সম্পর্ক তৈরি করুণ যাঁরা প্রতিষ্ঠিত এবং ভবিষ্যৎ সম্পর্কে আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবে।
আজকের শুভ রঙঃ পিংক ও শুভ সংখ্যাঃ ৫
৬) কন্যা রাশিঃ আর্থিক ব্যাপারে একটু চাপ থাকতে পারে। ঋণ নিয়ে সামান্য আলোচনা হতে পারে। বাড়িতে কোনও দূরের অতিথি আসতে পারেন। মাতা-পিতার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে। সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হতে পারে। বাড়তি টাকা আয় করতে গিয়ে পুলিশের কোনও সমস্যা বাড়তে পারে। পেটের কোনও কষ্ট বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে সহকর্মীদের আচরনে সন্তুষ্ট হতে পারবে না এই সপ্তাহে। ভ্রমণের সুযোগ অন্বেষণ করা উচিত।
আজকের শুভ রঙঃ সবুজ ও শুভ সংখ্যাঃ ৬
৭) তুলা রাশিঃ সপ্তাহটি শুভাশুভ মিশ্রফল দায়ক। সন্তানের শরীর স্বাস্থ্য ভাল যাবে না। পরীক্ষার্থীদের পরীক্ষায় সাফল্য লাভের যোগ কম। প্রেমের বিষয়ে কিছু বাধা বিপত্তি দেখা দিতে পারে। শিল্পীদের কাজে কর্মে বাধা বিপত্তির আশঙ্কা রয়েছে । লেখক, কবি ও সাহিত্যিকরা প্রকাশকের দ্বারা প্রতারিত হতে পারেন। মিথ্যা বদনামের আশঙ্কা রয়েছে। কর্মক্ষেত্রে সব কিছুই চমৎকার থাকবে বলে নক্ষত্ররা ইঙ্গিত করছে। আপনার মেজাজ ভাল থাকবে।
আজকের শুভ রঙঃ ধূসর ও শুভ সংখ্যাঃ ৭
৮) বৃশ্চিক রাশিঃ প্রিয়জনের কাছ থেকে পাওয়া আঘাত, মনে কষ্ট বাড়াতে পারে। পিতামাতার সঙ্গে কোনও ব্যবহার নিয়ে মানসিক চাপ’র সৃষ্টি হতে পারে। স্ত্রীর সঙ্গে সম্পর্ক উন্নতির দিকে যাবে। সন্তানের পড়াশোনার জন্য খরচ বাড়তে পারে। বাড়তি কোনও খরচের ব্যাপারে চিন্তা বৃদ্ধির আসংখ্যা রয়েছে। পারিবারিক ক্ষেত্রে কিছু ঝামেলা হতে পারে। এছাড়া ছোট খাট সমস্যা থাকলেও ভয়ের তেমন কারণ নেই। প্রিয়জনকে তার পছন্দের জিনিসটি উপহার দিতে পাড়েন।
আজকের শুভ রঙঃ নীল ও শুভ সংখ্যাঃ ৮
৯) ধনু রাশিঃ কর্মে তথ্য বিভ্রাট দেখা দেবে। ছোট ভাই বোন সংক্রান্ত বিষয় নিয়ে কিছুটা চিন্তিত হতে পারেন। সাংবাদিক ও সাহিত্যিকদের জন্য সপ্তাহটি ভাল যাবে না। পুস্তক প্রকাশক ও মুদ্রণ ব্যবসায়ীদের কাজে অপ্রত্যাশিত বাধা বিপত্তি দেখা দিতে পারে। প্রতিবেশীর সাথে বিরোধ এড়িয়ে চলুন। আপনার অসাধারণ প্রচেষ্টা এবং পরিবারের অন্যান্য সদস্যদের সমর্থনের ফলে আপনি কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত ফলাফল লাভ করতে পারেন।
আজকের শুভ রঙঃ খয়েরী ও শুভ সংখ্যাঃ ৯
১০) মকর রাশিঃ ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভাল সময়। বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে। গঠনমূলক কোনও কাজের চিন্তা ভাবনা হতে পারে। সঞ্চিত অর্থ থেকে ব্যয় হওয়ার সম্ভাবনা আছে। এই সপ্তাহ আপনার জন্য মিশ্র ফলপ্রসূ। বকেয়া টাকা পয়সা আদায়ে বেগ পেতে হবে না। খাদ্য ও পানীয়’র ব্যবসায়ীরা আশানুরুপ লাভ করতে পারবেন। বাড়ির বাইরে যাওয়ার পূর্বে প্রবীণদের আশীর্বাদ লাভ করুন ও ঈশ্বরকে ভালো ভাবে ডাকুন, এতে আপনি উপকৃত হবেন।
আজকের শুভ রঙঃ লাল ও শুভ সংখ্যাঃ ১
১১) কুম্ভ রাশিঃ জনসংযোগ বৃদ্ধি পাবে। শত্রুর সঙ্গে কোনও আপোসের কথা হতে পারে। ব্যয় বৃদ্ধি পেতে পারে। প্রবাসীরা কোনও বিষয় নিয়ে ঝামেলার কারনে অশান্তিতে থাকতে পারেন। ব্যবসায়ীরা যান্ত্রিক ত্রুটি জনিত ঝামেলায় পড়তে পারেন। কোনও আইনগত জটিলতার সমাধান হওয়ার কথা থাকলে তাতে বাধা আসতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যর প্রতি খেয়াল রাখুন। আপনি অফিসে অকারনে অতিরিক্ত সময় ব্যয় করলে আপনার পারিবারিক জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে।
আজকের শুভ রঙঃ সাদা ও শুভ সংখ্যাঃ ২
১২) মীন রাশিঃ চাকরীজীবীদের কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। মানসিক অস্থিরতায় ভুগতে পারেন। বয়স্কদের ক্ষেত্রে শারীরিক পীড়ায় ভোগান্তি বৃদ্ধির যোগ রয়েছে। খেলোয়াড়দের জন্য সপ্তাহটি ফলপ্রসূ। ঠিকাদারী বা কনস্ট্রাকশন ব্যবসায় অনাকাঙ্খিত বাধা বিপত্তির আশঙ্কা রয়েছে। রাজনৈতিক কাজে সাফল্য পেতে পারেন। প্রেমের যাত্রা ক্ষণস্থায়ী হলেও মধুর হবে। এই সপ্তাহে আপনি সব কাজ ছেড়ে সেইসব কাজ করতে পছন্দ করবেন যেগুলো আপনি শৈশবকালে করতে পছন্দ করতেন।
আজকের শুভ রঙঃ হলুদ ও শুভ সংখ্যাঃ ৩
শ্রী রূপন ধর
জ্যোতিষ ও বাস্তু গবেষক
মোঃ +৮৮-০১৭১৫১১৪৭৪৪
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply