আজ পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা র বারুইপুর জেলা পুলিশের উদ্যেগে জয়নগর থানাকে অপরাধ মুক্ত করতে,২৫৫,টি,সি সি টি ভি ক্যামেরা বসানো হয়েছে।এই অনুষ্ঠানে র উদ্বোধন করেন জয়নগর লোকসভা কেন্দ্রের সংসদ সদস্য শ্রীমতি প্রতিমা মন্ডল এবং বারুইপুর জেলা পুলিশের সুপার শ্রী মনোলিস সেন আই পি এস ও বারুইপুর জেলা পুলিশের জোনাল পুলিশ সুপার শ্রী ইন্দ্রজিৎ বাসু এবং বারুইপুর জেলা পুলিশ অধীন জয়নগর থানার আই সি শ্রী অতনু সাতরা। সম্পত্তি বারুইপুর জেলা পুলিশের উদ্যেগে বিভিন্ন যায়গায় হানা দিয়ে ব্যপক পরিমাণ গাঁজা উদ্ধার ও আগ্নেয়াস্ত্র এবং ডাকাতির মালপত্র উদ্ধার করেছে। সেই সঙ্গে অপরাধ মূলক কাজকর্ম কমাতে এবং বেপরোয়া যান চলাচল বন্ধ রয়েছে ব্যপক ভাবে কাজ করে যাচ্ছেন বারুইপুর জেলা পুলিশের অধীন সমস্তো,থানা। সম্পত্তি একের পর এক অভিযান চালিয়ে সাফল্য পেয়েছে বারুইপুর জেলা পুলিশ।তাই বিভিন্ন এলাকায় নজরদারি করতে নয়া উদ্দোগ নিয়েছে বারুইপুর জেলা পুলিশের সুপার শ্রী মোনালিসা সেন আই পি এস।তার কাজে সাহায্য এগিয়ে এসেছেন জয়নগর লোকসভা কেন্দ্রের এম পি শ্রীমতি প্রতিমা মন্ডল।তার সংসদ তহবিল থেকে দেয়া হয়েছে,৯৬,লক্ষ টাকা।যা জয়নগর থানা এলাকায় সি সি টি ভি ক্যামেরা লাগতে সাহায্য করেছে।এর আগে এই থানা এলাকায় বিভিন্ন যায়গায় সিসি টিভি ক্যামেরা বসানো হয়েছিল। বারুইপুর জেলা কে অপরাধ মুক্ত করতে সাহায্য করতে এগিয়ে এসেছেন বারুইপুর জেলা পুলিশের অধীন বারুইপুর মহিলা থানার আই সি শ্রীমতি কাকলী ম্যাডাম এবং বারুইপুর থানা র আই সি দেবপ্রসাদ রায় এবং সোনারপুর থানার আই সি ও নরেন্দ্র পুর থানার আই সি এবং বারুইপুর জেলা পুলিশ গোয়েন্দা পুলিশ এর প্রধান শ্রী শ্রী লক্ষীরতন বিশ্বাস ও রাস্ট্রপতি পুরস্কার প্রাপ্ত কাশিপুর থানার ওসি প্রদীপ বাবু। এবং প্রতিটি থানার ওসি ও অফিসাররা। সকলের উদ্দোগ আগামী দিনে বৃহত্তম অপরাধ মুক্ত জেলা হিসেবে উঠে আসবে বারুইপুর জেলা পুলিশ।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply