কলকাতা [ভারত] থেকে মনোয়ার ইমাম :প্রায় দুই মাস হতে চলেছে দিল্লির রাজপথে অবস্থান রত কৃষক শ্রমিক জনতা ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী বিলের বিরোধিতায় রাস্তায় নেমেছে। তাদের দাবি র সমর্থন যখন গোটা দেশ তাদের পাশে দাঁড়িয়ে লড়াই চালিয়ে যাচ্ছে। সেই সঙ্গে সারা বিশ্বের মানুষ তাদের দাবিকে ন্যায় সঙ্গত কারণেই সমর্থন করেছে, ঠিক তার উল্টো পথে হাঁটতে চলেছে বিজেপি ও কেন্দ্রীয় সরকার।এ হেন পরিস্থিতি নিয়ে মুখ খুললেন ভারত এর রাস্ট্রীয় সঙ পরিবারের প্রধান রঘুনন্দন শর্মা। তিনি ভারতের কেন্দ্রীয় সরকারের কৃষি মন্তী নগেন্দ্র নাথ তোমর কে তুলোধুনো করলেন।তার দাবি কেন্দ্রীয় সরকারের উচিত অবিলম্বে ভারতের কৃষক ও ক্ষেতমজুর এর দাবিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা। এবং কৃষক শ্রমিক বিরোধী বিল প্রত্যাহার করে নেওয়া।এ হেন পরিস্থিতি তে কেন্দ্রীয় সরকারের ও বিজেপি র মুখ পুড়িয়েছেন বলে জানিয়েছেন ভারতের বিরোধী দলের নেতা ও কর্মীরা।কারন ভারত বর্ষ ক্ষমতা আনার পূর্ণ কারিগর হল এর এস এস।আর এস এস এর সহযোগিতা ও সমর্থন ছাড়া কেন্দ্রে ক্ষমতায় আসতে পারতো না বিজেপি। তবে এর এস এস প্রধান রঘুনন্দন শর্মা কথাটা কতটা গুরূত্ব দিয়ে দেখবেন সেটা দেখার বিষয়।।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply