একসময়ের জনপ্রিয় সংগীত শিল্পী রিপন রহমান এখন আমেরিকা প্রবাসী। জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় গোল্ড মেডেল পাওয়া এই শিল্পী এখন নিউইয়র্কের বাংলাদেশী কমিউনিটিতে এক জনপ্রিয় নাম। আমেরিকার বিভিন্ন শহরে গান করে তিনি প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছেন।
২০০৫ সালে সিএমভি থেকে ‘তুমি চলে যেওনা’ শিরোনামে তার প্রথম অ্যালবাম বেশ সাড়া পায়। সেই সময়ে তিনি কিছু বাংলা চলচ্চিত্রেও গান করেন, পাশাপাশি টেলিভিশনের বিজ্ঞাপনে জিংগেলও করেন। কিন্তু হঠাৎ করে তিনি ডিভি লটারি পেয়ে আমেরিকায় চলে যান। কিন্তু তার সংগীত থেমে যায়নি। বরবরাই মতোই সেখানেও তিনি স্টেজ শো’র পাশাপাশি নিজের লিখা গান করে ইউটিউবে প্রচার করেন।
আসছে ভালোবাসা দিবসে তার একটি মৌলিক গান প্রকাশিত হতে যাচ্ছে ইউটিউবে। গানটির শিরোনাম ‘ইশ’। এটি একটি রোমান্টিক কমেডি ধাঁচের গান। যার সুর এবং সংগীত করেছেন নিউইয়র্কের একজন জনপ্রিয় সংগীত পরিচালক হেলাল আহমেদ। ৪০ বছরের একজন রোমান্টিক স্বামী এবং ১৯ বছরের এক স্ত্রীর সম্পর্ক দেখানো হয়েছে গানটিতে। গানটি পরিচালনা করেছেন ফাহাদ হাসান শান। গানটিতে মডেল হয়েছেন জামশেদ শামীম ও ইরিন।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply