ভারত থেকে মনোয়ার ইমাম : ভারত এর মহারাষ্ট্রে র সোলাপুর জেলার এক বিজেপি নেতা শিবসেনা নেতা ও মহারাষ্ট্রে র মুনখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে প্রকাশ্য সমালোচনা দরুন দিনদুপুরে তার গায়ে কালি ছিটিয়ে ও জুতো পেটা করে পুলিশ এর হাতে ধরিয়ে দিল স্হানীয় শিবসেনা নেতা ও কর্মীরা। তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে ঐ এলাকায় প্রকাশ্যে সমালোচনা করে বেড়াচ্ছিল ঐ ব্যাক্তি। এদিন এমন একই ভাবে সমালোচনা করছিল।তার পর শিবসেনা নেতা ও কর্মীরা জড়ো হয়ে ওকে দিবালোকে পেটাই করে, এবং গায়ে কালো কালি ছিটিয়ে দেয় এবং গলায় জুতোর মালা পরিয়ে দেয়।পরে পুলিশ এ খবর দেয়। মহারাষ্ট্রে র পুলিশ এসে ওকে উদ্ধার করে। এবং পরে মহারাষ্ট্রে র মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে সমালোচনা করার জন্য গ্রেফতার করে। সম্পত্তি এই রাজ্যে শিবসেনা ও এন সি পি এবং ভারতের জাতীয় কংগ্রেস এর জোট সরকারের মহারাষ্ট্রে র মুখ্যমন্ত্রী হন উদ্ভাব ঠাকুর। সেখান থেকে বি জে পি নেতা ও কর্মীরা শিবসেনা বিরুদ্ধে বিভিন্ন যায়গায় সমালোচনা করে বেড়ায়। কিন্তু মহারাষ্ট্রে র শিবসেনা নেতা ও কর্মীরা কারো ভয় করার পাত্র নয়।তা এদিন বুঝিয়ে দিয়েছেন।।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply