ওসি নিজস্ব প্রতিনিধি : ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার দুই সাংবাদিকে চাঁদাবাজির নাটোকিও মামলা দিলো রাজশাহীর রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম এ মনি এক ঘটনার শিকার হয়েছেন সুনাম ধন্দ পত্রিকার দৈনিক মাতৃজগতের রাজশাহীর ব্যুরো প্রধান মোঃমাসুদ আলী (পুলক) ও তার ফটো সাংবাদিক জাহিদ ইকবাল তথ্য সূত্রে জানাযায়, বিল্ডিং এর মাটি কাটার কাজ নিয়ে প্রভাব শালি এক সরকারি দলের নেতার রাইট হান্ড পরিচয় দান কারি আবেদ ও তার আপন ভাই বি এন পি জামাত শিবির পন্থী নেতা জাবেদ।
বোমাবাজি চাঁদাবাজি চুরি ছিন্তাইসহ কথিত কিশোর গ্যাং এর নেতৃত্ব দিয়ে আসছে সন্ত্রাসী জাবেদ।তারা দুই ভাই রাজশাহীর বোয়ালিয়া থানার সাগর পাড়া বাসিন্দা। দুই ভাই একজন সরকারী দলের ব্যনারে অপর জন বিরোধী দলের নিষিদ্ধ জামাত শিবিরের ক্যার্ডার, সাগর পাড়া বটতলার মোড়ে গড়ে উঠেছে ছোট কাচা বাজার সেই বাজারে মাসোয়ারা নেন জাবেদ ও আবেদ এছাড়াও তাদের নিয়ন্ত্রণে আছে সাগর পাড়া একটি মাইকো বাস ট্যান্ড সেখানেও প্রতিমাসে গাড়ি প্রতি মাসোয়ারা নেন জাবেদ গত রাজশাহী সিটি নির্বাচনকে কেন্দ্র করে বোমা বিস্ফোরনের ঘটনা ঘটায় জাবেদ ও তার পেটোয়া বাহিনী যার একাধিক নিউজ হয়।
পত্রপত্রিকায় ১৭ জুলাই ২০১৮ সালের যাহার মামলা চলমান নাম মাত্র জাবেদ ঠিকাদার তার নেই কোনো লাইসেন্স, সে বিলসিমলা এলাকায় গত শুক্রবার ১২ ফেব্রুয়ারি কাজনিয়ে একটু বাগবিতণ্ডা হলে জাবেদ নামের সেই ক্যাডার তার আছে ১০ থেকে ১২টি মামলা। সে দুই সুনাম ধন্য সাংবাদিকে চাঁদাবাজির মামলা দিয়ে দাপটের সাথে অনাসে এই কুকর্ম কাজ করে আসছে বলে।
জানান একাধিক আওয়ামী লীগের নেতা কর্মিরা বলেন সাংবাদিক হলো জাতির বিবেক, যা অত্যন্ত দুঃখজনক তরিঘরি করে মামলা দিয়ে জাহিদ সাংবাদিকে গ্রেফতার করে, জেল হাজতে প্রেরণ করা হয়েছে ওসি মাজহারুল ইসলাম এর তিব্র নিন্দ্রা ও প্রতিবাদ জানাই সেই সাথে সাংবাদিক জাহিদ ইকবাল এর নির্শত মুক্তি দেয়ার জন্য অনুরোধ জানাই আর এই মামলা প্রত্যাহার এর দাবি জানাই এই ষড়যন্ত্রকারী দের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে উর্ধতম ব্যাক্তিবর্গের কাছে সুদৃষ্টি আশা করছি অন্যথায় পুলিশ বাহিনীর ভাব মূর্তি মুখথুবড়ে পরতে পারে। এদিকে হাই কোর্টের রায়ের সূত্র বলছে কোন সাংবাদিকে ধরার আগে বা মামলা দেওয়ার আগে তার প্রতিষ্টানের সম্পাদককের অনুমতি লাগবে, কিন্তু সে খানে কোন আইন না মেনে সন্ত্রাসীর পক্ষ নিয়ে অর্থের লোভে এমনি এক কর্মকান্ড ঘটনা ঘটেছে ।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply