স্টাফ রিপোর্টারঃ নরসিংদী মাধবদি থানার কাঠালিয়া ইউনিয়নের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বহুল আলোচিত বিনা আক্তারের পিতৃ পরিচয় ও জন্মদিন নিয়ে কাঠালিয়া ইউনিয়ন সহ এলাকায় আলোচনার ঝড় বইছে। গত ৩ জুলাই ধুমধাম করে বিনা আক্তারের নিজ বাড়িতে জন্মদিনের কেক কাটাকে কেন্দ্র করে এ আলোচনার ঝড় বইছে।
সুত্রমতে তার জাতিয় পরিচয়পত্র দুইটা একটাতে পিতা জীবিত অপরটাতে পিতা মৃত নাম ঠিকানা ও ভিন্ন। ফেসবুক আইডি একটা। জাতিয় পরিচয়পত্রের তথ্যমতে বিনা আক্তার, পিতা মোঃ পবন মোল্যা, মাতা মিসেস মিতা বেগম জন্ম তারিখ ১৫ এপ্রিল ১৯৭৪। রাস্তা/ গ্রাম ফজুল কান্দি, ডাকঘর কাউলিয়া, নরসিংদী সদর। অপর জাতির পরিচয়পত্রে বিনা আক্তার, পিতা মৃত হাতেম মোল্যা, মাতা মিতা বেগম। জন্ম ১৫ এপ্রিল ১৯৭৪।, গ্রম / রাস্তা রহিমদি, ডাকঘর কাঠালিয়া, নরসিংদী সদর। অপরদিকে ফেসবুক আইডিতে জন্মদিন ৩ জুলাই ১৯৮৫। ফেসবুক আইডির জন্মদিনকে কেন্দ্র করে গত ৩ জুলাইয়ে ধুমধামে নিজ বাড়িতে কেক কেটে পালন করার জন্যে এই বিতর্কের সৃষ্টি হয়েছে।। এলাকার সাধারণ জনগন বলাবলি করতেছে যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হার মানিয়েছে। তার জন্মদিন তিনটা হলেও জাতিয় পরিচয়পত্র ও পিতৃ পরিচয় একটা। বিনা আক্তারের জন্ম তারিখ দুইটা ও পিতৃ পরিচয় দুইটা ঠিকানা ও দুইটা । এ বিষয়ে বিনা আক্তারের সাথে মুঠোফোনে আলাপকালে তিনি জানান আমার ফেসবুকে আইডির জন্মদিন পালন করছি। এটা আবার আলোচনার কি হতে পারে। আমার প্রকৃত জন্মদিন ও এর চেয়ে ধুমধাম করে পালন করব। প্রকৃত কথা হল আমার ফেসবুকের দেওয়া জন্ম তারিখ পালন প্রয়োজনে আমি প্রতিদিনই জন্মদিন পালন করব। আমার বন্ধু বান্ধব ও নেতাকর্মিদের উৎসাহিত করা জন্য, সামনেতো নির্বাচন আমি নির্বাচন করব তাই সবাইকে উৎসাহিত করে রাখি ।।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply