নরসিংদী থেকে এস আলমঃ
নরসিংদী মাধবদির মহিশেশুরা ইউনিয়নের চান্দেরপাড়া ও বালুসাই গ্রামে মধ্যকার ফুটবল খেলাকে কেন্দ্র করে সম্প্রতি কিশোরদের মধ্যে বাক বিতর্ক ও মারামারি ঘটনা ঘটে। এরই জের ধরে ২৯ জুলাই বালুসাই গ্রামে শালিসি বিচারে আপোশ মিমাংসা হওয়ার পর যাওয়ার পথে কিশোর গ্যাংদের আতর্কিত হামলায় চান্দেরপাড়া গ্রামের প্রবাসী আবু তাহের(৪৫) ও শৈকত (১৮) নামর দুইজন গুরুতর আহত হয়েছে।
সরেজমিনে গেলে জানা যায় ঈদ পরবর্তী চান্দেরপাড়া ও বালুসাই গ্রামের মধ্যকার প্রিতি ম্যাচ ফুটবল খেলার আয়োজন করে চান্দরপাড়া গ্রামের কিশোররা। ফুটবল খেলার সময় দুই গ্রুপের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে মারামারি ঘটনা ঘটে। এরই জের ধরে গত ২৯ জুলাই দুই গ্রামের গন্যমান্য ব্যাক্তিরা বালুসাই গ্রামে এক বাড়িতে আপোশ মিমাংসা জন্য বসে। আপোষ মিমাংসা হওয়ার পর চান্দপাড়া গ্রামের লোকজন যাওয়ার পথে পুর্ব থেকে ওত পেতে থাকা কিশোর গ্যাংএর বাচ্চু, মোমেন, ফারুক, কাওছার, বিপ্লব, সুজন, জুয়েল, আব্দুল্লাহ (ফাইম), রাশেল, সৌরব, রিয়াজসহ অজ্ঞাত আরো কয়েকজন কিশোর দেশি ও অস্ত্র নিয়ে আতর্কিত হামলা চালিয়ে প্রবাসী আবু তাহের (৪৫) ও শৈকত(১৮) কে গুরুতর রক্তাক্ত যখম করে। বর্তমান তারা নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধিন আছে। উক্ত বিষয়ে রাতে মাধবদি থানার কিশোর গ্রুপের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। থানার অফিসার ইনচার্জের সাথে কথা বললে তিনি সত্যতা নিশ্চিত করে বলেন তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply