জবি প্রতিনিধিঃ
লায়ন্স ক্লাব অব ঢাকা বনফুল গ্রীনের যুব সংগঠন ঢাকা বনফুল গ্রীন লিও ক্লাব ২০২২-২৩ এর নতুন কমিটি গঠিত হয়েছে। ঢাকা বনফুল গ্রীন লিও ক্লাব নামের এই সংগঠনের সভাপতি হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ সেশনের ইংরেজি ভাষা বিভাগের শিক্ষার্থী লিও রিসাত রহমান স্বচ্ছ এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী লিও রিফাত চৌধুরী সজল। ২৬ সদস্যের নতুন কমিটির উপদেষ্টা লায়ন মনির হোসেন ।
সংগঠন সূত্রে জানা যায়, নতুন এই কমিটি আগামী ২০২২-২৩ সেশনে দায়িত্ব পালন করবে। ১ জুলাই থেকে এই কমিটি আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করেছে। লায়ন্স ক্লাব অব ঢাকা বনফুল গ্রীনের নিয়ম অনুযায়ী ঢাকা বনফুল গ্রীন লিও ক্লাবের বিভিন্ন কার্যক্রমের স্পনসর করবে লায়ন্স ক্লাব অব ঢাকাq বনফুল গ্রীন।
সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সংগঠনটির পরিচালনা পর্ষদে রয়েছেন লিও মোঃসোহেল (সদ্য সাবেক সভাপতি), লিও সুমাইয়া বিনতে তাহের ইরা (সহসভাপতি), লিও তাসদিকুল হাসান (সহসভাপতি), লিও শরফুদ্দিন মোহাম্মদ শাহ শশি (সহসভাপতি), লিও মফিজুল্লাহ ইসলাম রনি (সহসভাপতি), লিও উম্মে রাহনুমা রাদিয়া (যুগ্ম সাধারণ সম্পাদক-এডমিন), লিও নুসরাত জাহান আঁখি (যুগ্ম সাধারণ সম্পাদক, প্রজেক্ট), লিও আব্দুল্লাহ আলম নূর (কোষাধ্যক্ষ), লিও কাজী তাসনিম প্রাপ্তি(যুগ্ম কোষাধ্যক্ষ), লিও শুভ্র সাকিফ (ডিরেক্টর), লিও জাকির হোসেন(টেমার), লিও সুশান্ত ধর রাজ (যুগ্ম টেমার), লিও মুশফিকুর রহমান (সার্জেন্ট ), লিও মোঃফরহাদ হোসেন (যুগ্ম সার্জেন্ট ),লিও আলী আকবর রাফি (মানব সম্পদ ব্যবস্থাপক), লিও শান্তা আক্তার (যুগ্ম মানব সম্পদ ব্যবস্থাপক), লিও মাহবুব হাসান হীরা( ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি এবং পাবলিক রিলেশন অফিসার), লিও মিজানুর রহমান ( ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি এবং পাবলিক রিলেশন অফিসার),লিও হাবিবুর রহমান ( ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি এবং পাবলিক রিলেশন অফিসার), লিও শরিফুল ইসলাম সিদ্দিক (টেইল টুইস্টার), লিও পিনাক চক্রবর্তী (যুগ্ম টেইল টুইস্টার), লিও মিফতাহুল জান্নাত মিফতা (সিস্টার কো-অর্ডিনেটর), এবং কার্য নির্বাহী সদস্য হিসেবে আছেন লিও মেজবাহ উদ্দিন টিউলিপ, লিও প্রিতম সাহা প্রিতু।
সংগঠনটির সদ্য দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিফাত চৌধুরী সজল বলেন, লিও ক্লাবের হয়ে কাজ করা আমার জন্য রোমাঞ্চকর অভিজ্ঞতা৷ গতবছর কাজ করেছিলাম, এবার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব বেড়ে গেল। আশা করছি সব লিওদের সাথে নিয়ে, প্রোডাক্টিভ কিছু প্রোগ্রামের আয়োজন করতে পারব। তরুণদের মাঝে নেতৃত্বের গুণাবলি অর্জনে এই লিও ক্লাব খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ক্লাবের নয়া সভাপতি রিসাত রহমান বলেন, লিওইজম আবেগের জায়গা। দীর্ঘদিন হল এর সাথে যুক্ত আছি। আশাকরছি লিওইজমের যে শপথ পাঠ করেছি তা পালনে সচেষ্ট থাকব।
সংগঠনটির সদ্য সাবেক সভাপতি লিও মোঃ সোহেল জানান, দক্ষতা ও সুযোগ কাজে লাগিয়ে লিও ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল লিও তরুনদেরকে সামাজিক কর্মকান্ডের মাধ্যমে নেতৃত্ব বিকাশে সহযোগিতা করে। আশা করি বনফুল গ্রীন লিও ক্লাবের নবনির্বাচিত কমিটি ক্লাবকে সুশৃঙ্খলভাবে সামনে এগিয়ে নিয়ে যাবে।
প্রসঙ্গত, লিও ক্লাব হলো লায়ন্স ইন্টারন্যাশনালের যুব সংগঠন। লিও শব্দের অর্থ হলো নেতৃত্ব, দক্ষতা, সুযোগ। লিও ক্লাব তরুণদের সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে নেতৃত্ব বিকাশে সহযোগিতা করে। লিও ক্লাব লায়ন্স ক্লাবের ফান্ডের ওপর নির্ভরশীল। লিও ক্লাবের মেম্বাররা লিও নামে পরিচিত হয়। তারা সমাজে স্বাস্থ্যসেবা প্রদান, দারিদ্র্য বিমোচন, আত্মোন্নয়ন ইত্যাদি বিষয় নিয়ে কাজ করে থাকে। লিওরা ফান্ড সংগ্রহ প্রজেক্টের মাধ্যমে ফান্ড সংগ্রহ করতে পারে।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply