মঞ্জুর আহমেদ: হংকংয়ের মালিকানাধীন গার্মেন্টস কারখানা অনারওয়ে টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস (প্রা.) লিমিটেডের ১৪০০ শ্রমিকের ২০০৮ সালের পাওনা মজুরি ১৪ কোটি টাকা পরিশোধের দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটির শ্রমিকরা।
সোমবার (১৪ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলন তারা এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন লিখিত বক্তব্যে বলেন, ‘১৯৯৪ সাল থেকে ঢাকা ই.পি.জেড-এ যাত্রা শুরু করা হংকংয়ের মালিকানাধীন গার্মেন্টস অনারওয়ে টেক্সটাইল অ্যান্ড এ্যাপারেলস (প্রা.) লিমিটেডের মালিক ২০০৮ সালের জুলাই মাসে হঠাৎ করে শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা ও ক্ষতিপূরণের টাকা পরিশোধ না করে হংকং চলে যান। এর ফলে ওই গার্মেন্টসের প্রায় ১৪০০ শ্রমিক চাকরি হারায় এবং তাদের পাওয়া মজুরি থেকে বঞ্চিত হয়।’
তিনি বলেন, ‘প্রকৃত মালিক চলে গেলে বেপজা এবং ডি.ই.পি.জেড. কর্তৃপক্ষ কারখানাটির দায়িত্ব বুঝে নেয়। তারা শ্রমিকদের আশ্বস্ত করে যে, কারখানা ও কারখানার মালামাল বিক্রি করে তারা শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা এবং ক্ষতিপূরণের টাকা পরিশোধ করবে।’
মালামাল বিক্রি হলেও শ্রমিকদের মজুরি পরিশোধ হয়নি জানিয়ে আমিরুল হক আমিন বলেন, ‘বেপজা এবং ডি.ই.পি.জেড. যথারীতি কারখানা এবং কারখানার সকল মালামাল বিক্রি করেছে। কিন্তু দুর্ভাগ্যজনক যে ১৪০০ শ্রমিকের প্রাপ্য ১৪ কোটির অধিক টাকা আজও পরিশোধ করা হয়নি।’
এসময় জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন গার্মেন্টস শ্রমিকদের পক্ষ হতে পাওনা ১৪ কোটি টাকা অবিলম্বে পরিশোধের জন্য বেপজা এবং ডি.ই.পি.জেড. কর্তৃপক্ষের প্রতি দাবি জানান। অন্যথায় শ্রমিকদের নিয়ে বেপজা, ডি.ই.পি.জেড. ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি প্রদান ও ঘেরাও কর্মসূচি গ্রহণ করা হবে বলে ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম, সহ-সভাপতি সাকিয়া পারভীন। আরও উপস্থিত ছিলেন- একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর সাধারণ সম্পাদক মো. কামরুল হাসানসহ কারখানার শতাধিক শ্রমিক।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply