মঞ্জুর আহমেদ: গার্মেন্টস শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে কাজ করা একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন (এজিডাবিøউএফ) এর উদ্যোগে গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। একতার ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে উক্ত সভায় পোষাক শিল্প শ্রমিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও শ্রমিকেরা উপস্থিত ছিলেন। সংগঠনের সাধারণ সম্পাদক কামরুল হাসান তার বক্তব্যে জানান, পৃথিবীতে কেউ কাউকে অধিকার দেয়না। অধিকার আদায় করে নিতে হয়। অধিকার আদায়ে একতার কোন বিকল্প নেই। তাই সকলকে জানিয়ে ঐক্যবদ্ধভাবে সুনির্দিষ্ট দাবি নিয়ে আন্দোলন করতে হবে। অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি প্রবীণ গার্মেন্টস শ্রমিক সংগঠক আমিরুল হক আমিন বলেন, সরকারি চাকুরীজীবী মহিলারা মাতৃত্বকালীন ছুটি ৬ মাস পান। কিন্তু দুর্ভাগ্য দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি এই সেক্টরের মা- বোনেরা মাতৃত্বকালীন ছুটি পান মাত্র ৩ মাস। অবিলম্বে এই বৈষম্য দূর করে মাতৃত্বকালীন ছুটি শুরু হওয়ার ৩ মাস পূর্বের গড় হিসাব টেনে এই ছুটির সুযোগ-সুবিধা প্রদান করতে হবে। তাছাড়া নূন্যতম মজুরী বোর্ড গঠনের পাশাপাশি অবাদে ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করতে হবে।
সভায় সংগঠনের সদস্যদের কাছ থেকে গত ১ বছরের আয়-ব্যায় হিসাব, সংবিধান সংশোধন ও নির্বাচন কমিশন গঠনের অনুমোদন নেওয়া হয় এবং ঘোষণা করা হয় আগামী ২৩ ডিসেম্বর ২০২২ নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠিত হবে।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply