মো. রুবেল হোসেন, পাবিপ্রবি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ২২ নভেম্বর (মঙ্গলবার) ৫ম পাবনা জেলা রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ৯ টায় বাংলাদেশ স্কাউটস পাবনা জেলা রোভার এর ব্যবস্থাপনায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানটিতে অংশগ্রহকৃৃত রোভারদের রেজিস্ট্রেশন করানো হয়। এরপর বাংলাদেশ ও রোভার পতাকা উত্তোলন করে প্রার্থনা সংগীত গাওয়া হয়।
পরবর্তীতে সকাল ১০ টায় ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের গ্যালারি-২ তে ওয়ার্কশপের শুভ উদ্বোধন করা হয়।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ৫ম রোভারমেট কর্মশালার উদ্বোধনী বক্তব্যে পাবিপ্রবি উপাচার্য ও রোভার স্কাউট গ্রুপের সভাপতি অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, নিয়মানুবর্তিতা একজন ব্যক্তিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। প্রতিটি কাজ নিয়ম মেনে করলে জীবনে সাফল্য পাওয়া যাবে। ভালো কিছুকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। ভালো পথে চলার প্রতিজ্ঞা আমাদেরকে গ্রহণ করতে হবে।
তিনি আরো বলেন, রোভার স্কাউটস একটি আন্দোলনের নাম। তারা সবাই একসাথে কাজ করে থাকে। আমাদেরও আগ্রহ ও সুন্দর মন নিয়ে কাজ করতে হবে।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ উদ্দিন, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির মজুমদার, পাবনা জেলা রোভার স্কাউটসের কমিশনার মো. আশরাফ আলী এবং সম্পাদক অধ্যাপক মো. বেলাল হোসেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ও পাবিপ্রবি রোভার স্কাউটসের সম্পাদক ড. জিন্নাত রেহানা, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও রোভার স্কাউটস লিডার অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ, পাবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের কোষাধ্যক্ষ ড. মীর হুমায়ূন কবীর, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন ও গ্রুপ কমিটির সদস্য ড. মোহাম্মদ নাজমুল ইসলাম, প্রক্টর মো. কামাল হোসেন, হল প্রভোস্ট ড. মো. ওমর ফারুক, পাবনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রোভার সদস্য, বিশ্ববিদ্যালয়ের সকল রোভার, জ্যেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা রোভার স্কাউটসের গঠন, কার্যপ্রণালী, দায়িত্ব-কর্তব্য, কর্মপরিকল্পনা, পূর্বের বছরে বাস্তবায়িত প্রোগ্রাম, আগামী বছরের জন্য রোভারদের প্রোগ্রাম চাহিদা নিয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply