মোঃমঈনউদ্দিনঃ
আজ সন্ধ্যায় ঢাকা উদ্যান বহুমুখী সমবায় সমিতি লিমিটেড নির্বাচনে আলী আহম্মেদ -সেলিম পরিষদে প্যানেল পরিচতি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
ঢাকা উদ্যান পাবলিক স্কুল মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের
আয়োজন করা হয়।সন্ধ্যায় ঢাকা উদ্যান প্লট মালিক থেকে শুরু করে বিভিন্ন পেশার লোকজন আসতে থাকে।কানায় কানায় পূর্ন হয় মাঠ প্রাঙ্গণ। পরিবর্তন চায় ঢাকা উদ্যান বাসি স্লোগানে মুখরিত হয় চারিদিক।
মোঃএহসানের সন্চালনায় আলী আহম্মেদ-সেলিম পরিষদের সবাইকে পরিচয় করিয়ে দেন।হাজী আলী আহম্মেদ সভাপতি ছাতা মার্কা,হাজী মোঃ সেলিম সাধারন সম্পাদক মোরগ মার্কা,শেখ মোঃ হাসেম আলী সহ-সভাপতি মিনার মার্কা,মোঃ নূর আলম যুগ্ন-সম্পাদক চাকা মার্কা,মোঃ ফজলে রাব্বি কোষাধ্যক্ষ মই মার্কা,মোঃ দেলোয়ার হোসেন পরিচালক আম মার্কা,মোঃ মিজানুর রহমান পরিচালক ট্রাক মার্কা,
মোঃ ফয়েজুল হক পরিচালক রিক্সা মার্কা,মোঃ শাহ্ আলম পরিচালক হারিকেন মার্কা,মোঃইকবাল হোসেন পরিচালক তলোয়ার মার্কা,এ্যাড.মিজানুর রহমান পরিচালক বটগাছ মার্কা,মোঃ আহসান আলী খান পরিচালক ময়ূর মার্কা, ঢাকা উদ্যান বহুমুখী সমবায় সমিতি লিমিটেড নির্বাচনে আলী আহম্মেদ- সেলিম পরিষদের নির্বাচনী ইশতেহার ঘোষনা করেন।
আমাদের নির্বাচনী ইশতেহারঃ
১. নতুন রাস্তাঘাট নির্মাণ ও মেরামত করা এবং প্রতিদিন ময়লা-আবর্জনা, রাস্তাঘাট পরিষ্কার করা।
২. ঢাকা উদ্যানের সম্মানিত প্লট মালিক সদস্যগণের পরামর্শক্রমে পুরো ঢাকা উদ্যানকে সি.সি ক্যামেরায়
আওতাভুক্ত করা।
৩. বর্তমানে ঢাকা উদ্যানের নিজস্ব ভবন না থাকায়, নিজস্ব ভবনে ঢাকা উদ্যান অফিস স্থাপন করা।
৪. ঢাকা উদ্যানের কেন্দ্রীয় জামে মসজিদ ওয়াকফ না থাকায় ওয়াকফ নিশ্চিত করা।
৫. অটোরিক্সার বেপরোয়া অবাধ চলাচলের কারনে এটি বর্তমানে মানুষের প্রধান সমস্যা হয়ে দাড়িয়েছে।এগুলোকে একটি নিয়ম শৃঙ্খলার আওতাভুক্ত করা। ঢাকা উদ্যানের মেইনগেট সহ অন্যান্য রাস্তা গুলো সকলের নির্বিঘ্নে গাড়ী চালানোর ব্যবস্হা করব।
১. ঢাকা উদ্যানের প্রতিটি ব্লক, রোড ও প্লটের নেমপ্লেট চিহ্ন দ্বারা নির্ধারন করা এবং সম্মানিত প্লট মালিকদের দক্ষ নিরাপত্তা কর্মী দ্বারা নিরাপত্তা নিশ্চিত করা।
৭. সম্মানিত বাড়ির মালিকদের নিরাপত্তা নিশ্চিত প্রদানের লক্ষ্যে ২৪ ঘন্টা ডে-নাইট হটলাইন সার্ভিস
চালু করা।
“অতি জরুরী একটি ঘোষণা”
৮. সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর গ্যাঙ্গ, মাদক, ছিনতাই, চুরি, ডাকাতি ও দখলবাজদের
সম্মানিত সদস্যগণদের নিরাপত্তা প্রদান ও নিশ্চিত করা।
৯. উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রতি ৩ মাস অন্তর সভার মাধ্যমে সম্মানিত
মালিকদের সাথে মতামত বিনিময় করা।অনুষ্ঠানে বিভিন্ন প্লট মালিক বক্তব্য দেন।তারা ঢাকা উদ্যানের সমস্যার কথা তুলে ধরেন।
ঢাকা উদ্যান বহুমুখী সমবায় সমিতির নির্বাচনের সাধারন সম্পাদক প্রার্থী হাজী মোঃসেলিম বলেন,আপনারা যারা প্লট মালিক আছেন তারা আমাদের সাথে একত্র হয়ে কাজ করার সুযোগ করে দেন তাহলে আমরা ঢাকা উদ্যানের পরিবেশ পরিবর্তন করে দিব।ঢাকা উদ্যান বহুমুখী সমবায় সমিতির নির্বাচনের সভাপতি প্রার্থী হাজী আলী আহম্মেদ বলেন,আমার বড় ভাই মরহুম হাজী দীন মোহম্মদ ঢাকা উদ্যানের প্রতিষ্ঠাতা ছিলেন।তারই ছোট ভাই হিসাবে আমি ঢাকা উদ্যান বাসির সমস্যা সমাধান
করতে চাই।ঢাকা উদ্যানে গত আট বছরে এমন কোন
খারাপ কাজ নেই যেটা সংঘটিত হচ্ছে না।ঢাকা উদ্যানের নিজস্ব কোন অফিস নেই,বসার কোন জায়গা নেই,মসজিদের নিজস্ব কোন জায়গা নেই।আমি সুযোগ পেলে ইনশাল্লাহ সব সমস্যার সমাধান করব।অনুষ্ঠানে ঢাকা উদ্যানের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।পরিশেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply