মো. রুবেল হোসেন, পাবনা : “নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতা নির্মূলের এখনই সময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইউনিসেফ এর আয়োজনে এবং বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সহযোগীতায় ১৬ দিনের এক্টিভিস্ট কার্য্যক্রমে পাবনা জেলার ৯ উপজেলাতে কাজ করছে উৎসর্গ ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবকরা।
নারী ও শিশুদের তাদের অধিকার সম্পর্কে সচেতন করা এবং শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও দক্ষ করে তুলতে পাবনা জেলার বিভিন্ন উপজেলাতে শিশুদের নিয়ে কাজ করে চলেছে ইউনিসেফ ও উৎসর্গ ফাউন্ডেশন। ইতিমধ্যেই তারা পাবনা জেলার আটটি উপজেলাতে তাদের কার্যক্রম সম্পন্ন করেছে।
উৎসব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তানজিনা খান বলেন শিশুদের মানসিক বিকাশে খেলাধুলা বিশেষ ভূমিকা রাখে তাছাড়া তারা যদি তাদের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন হয় এবং সুশিক্ষায় শিক্ষিত হয় তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়া সম্ভব। আমি ইউনিসেফকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এমন মহতি কাজে আমাদের যুক্ত করার জন্য।
উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক আশিকুজ্জামান জাহিদ বলেন নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতা নির্মূলে গণ সচেতনতা বৃদ্ধিতে আমরা আমাদের সাধ্যমত কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ এর একটি ভালো ফলাফল আমরা পাবো।
দেবত্তোর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী আকলিমা (১০) বলেন, ইউনিসেফ আমাদের খেলার সামগ্রী যেমন ফুটবল, রেকেট, নেট, ফিদারসহ অনেক কিছু দিয়েছে তাই আমি অনেক খুশি।
পঞ্চম শ্রেণীর আরেক ছাত্র আশিক(১১) বলেন, ভিডিও দেখে অনেক কিছু শিখছি। যেমন : আমরা সাঁতার শিখব, মা-বাবাকে সব কিছু খুলে বলবো, ইন্টারনেট ব্যবহারের সচেতন থাকব এবং প্রয়োজন হলে ১০৯৮ এ কল দিবো।
এমন উদ্যোগ ও কার্যক্রম দেখে স্কুলের শিক্ষকবৃন্দ ও অভিভাবকবৃন্দ সন্তুষ্টি পোষণ করেন।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply