মঞ্জুর আহমেদ: বাংলাদেশ বন্ধু সমাজ এর আয়োজনে ৩১ ডিসেম্বর “কৃতজ্ঞতা প্রকাশ দিবস” উপলক্ষ্যে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়, ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র নসরুল হামিদ মিলনায়তনে। উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বাংলাদেশ বন্ধু সমাজ এর কেন্দ্রীয় সভাপতি, এফ. আহমেদ খান রাজীব। তিনি বলেন, ২০২২ সাল বিদায়ের শেষ দিন নতুন বছরের আগমনে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। একটা বছর পেরিয়ে নতুন বছরে পদার্পন করতে যাচ্ছি। অবশ্যই আমরা সৌভাগ্যবান। মহান আল্লাহ্ সেই সুযোগ দিয়েছেন। একটি বছর মহান আল্লাহ্ আলো, বাতাস, খাদ্যদ্রব্যসহ সকল কিছুই দান করেছেন এই জন্য তাকে জানাই সমগ্র মানুষজাতির পক্ষে কৃতজ্ঞতা। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আমরা সেই কাজই করব যাতে মহান আল্লাহ্ খুশি হন। মহান আল্লাহ্ আমাদের পথ প্রদর্শক পবিত্র কোরআন এবং সুরা বাকারাহ্ এর ১৫২ নং আয়াতে জানিয়েছেন “তোমরা আমাকে স্বরণ কর, আমিও তোমাদের স্বরণ করিব, আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কর, অকৃতজ্ঞ হইও না। পবিত্র কোরআন এ সুরা আবাছা এর ১৭ নং আয়াতে জানিয়েছেন “মানুষ ধ্বংস হউক”; কেমন অকৃতজ্ঞ সে আবার সুরা কাফ এর ২৪ নং আয়াতে মহান আল্লাহ্ জানিয়েছেন প্রত্যেক হটকারী, কাফির, অবাধ্য অকৃতজ্ঞকে জাহান্নামে নিক্ষেপ কর। ইহাতে স্পষ্টত হয় অকৃতজ্ঞতা কত ভয়ংকর। তাই আমাদের উচিত সমগ্র মানুষজাতির পক্ষে মহান আল্লাহ প্রতি কৃতজ্ঞতা জানানো কর্তব্য। “বাংলাদেশ বন্ধু সমাজ” বাংলাদেশ থেকে “কৃতজ্ঞতা প্রকাশ দিবস” সূচনা করেছে বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর। মহান আল্লাহ্ সুরা আল মুমিনুন এর ৯৬নং আয়াতে সদোপোদেশ দিয়েছেন মানুষ জাতির জন্য মন্দের মোকাবেলা কর যা উত্তম তা দ্বারা এই চেতনায় আমরা ৩১ ডিসেম্বর কৃতজ্ঞতা দিবস পালন করি। বন্ধু সমাজের সভাপতি আরও বলেন, আজ ৩১ ডিসেম্বর কৃতজ্ঞতা প্রকাশ দিবসে সমগ্র মানুষজাতির পক্ষে মহান আল্লাহকে জানাই হাজার লক্ষ কোটি শুকরিয়া ও কৃতজ্ঞতা। মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাই আমাদেরকে সৃষ্টির সেরা জীব মানুষ করে সৃষ্টি করায়। আমরা আমাদের পিতা-মাতাসহ সকলের পিতা-মাতাকে জানাই কৃতজ্ঞতা। প্রত্যেক দেশের অনেক দেশ বরেণ্য ব্যক্তি আছে তারা দেশ উন্নয়নে মানুষের মঙ্গল কল্যাণে অনেক অবদান রাখেন তাদেরকে জানাই কৃতজ্ঞতা। ইনশআল্লাহ্ আমাদের এই প্রত্যাশা- আশা-বাস্তবায়ন হবে। উক্ত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন এর জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply