ডেস্ক রিপোর্ট :
বনানীতে সান লাইফ ইন্সুরেন্স কোম্পানির কর্মকর্তার বিরুদ্ধে এক নারীকে ফুঁসলিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।ভুক্তভোগী নারী ধর্ষণের অভিযোগে ঐ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিয়েছেন।
সানলাইফ ইন্সুরেন্সের কর্মকর্তা হেদায়েত উল্লাহ আকাশ বনানিস্থ বিটিএ ভবনে কর্মরত আছেন।
ভুক্তভোগী ওই নারী জানান, গত ২০-২৫ দিন পূর্বে হেদায়েত উল্লাহ আকাশের সাথে পরিচয়ের সূত্র ধরে সান লাইফ ইন্সুরেন্স এর বনানী কার্যালয়ের বিটিএল ভবনে যান। সেখানে হেদায়েতুল্লাহ আকাশ ওই ভুক্তভোগী নারীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলে। গত ২০২২ সালের ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে সানলাইফ ইন্সুরেন্সের বনানী কার্যালয়ে বিটিএ ভবনের চার তলার একটি রুমে ডেকে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে। হেদায়েতুল্লাহ আকাশ ভুক্তভোগী ওই নারীকে প্রতি মাসে ১৫-২০ হাজার টাকা খরচ হিসেবে দিবেন বলে প্রতিশ্রুতি দেন। এবং তাকে বিয়ে করবেন বলেও আশ্বস্ত করেন। কিন্তু ধর্ষণ করার পর থেকে হেদায়েতুল্লাহ আকাশ ওই ভুক্তভোগীর ফোন রিসিভ করেন না এবং তাকে বিয়ের ব্যাপারে কোন আলোচনাও করেন না। নিরুপায় হয়ে ওই ভুক্তভোগী নারী বিভিন্ন মানুষের কাছে সাহায্য চেয়ে বেড়াচ্ছেন। ওই ভুক্তভোগী নারী সংবাদ কর্মীদের জানান, আকাশ আমাকে নানা প্রলোভন দেখিয়ে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করে তার অফিস রুমের ভিতরে আমার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেছে, ধর্ষণের একাধিক তথ্য প্রমাণ আমার কাছে আছে, আমি এই বিষয়ে আইনগত সহযোগিতা চাই।
হেদায়েতুল্লাহ আকাশ সান লাইফ ইন্সুরেন্সের বনানীতে এসই ভিপি পদে কর্মরত রয়েছে। সরজমিনে তার অফিসে গিয়ে খোঁজ নিতে গেলে তিনি আত্মগোপনে থেকে সাংবাদিকদের এড়িয়ে যান।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply