জবি প্রতিনিধিঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার বিষয়ক অন্যতম সমৃদ্ধ ক্লাব জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব(জেএনইউসিসি) এর ২০২২- ২০২৩ সেশনের ১৬ সদস্য বিশিষ্ট গভর্নিং বডি ঘোষণা করা হয়েছে। সভাপতি তাসপিয়া ইসলাম, সাধারণ সম্পাদক রানা ইসলাম, ক্লাবের চিফ মডারেটর ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক মো. মহিউদ্দিন এবং ক্লাবের মডারেটর মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত অনুমোদন পত্রের মাধ্যমে ১২ই জানুয়ারি,২০২৩ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
কমিটিতে হেড অফ অপারেশন আব্দুল্লাহ আল মাহিম, হেড অফ ইভেন্ট ম্যানেজমেন্ট মো. মিরাজ হুসাইন,কো হেড অফ ইভেন্ট ম্যানেজমেন্ট সুমাইয়া কবির,হেড অফ ট্যালেন্ট ম্যানেজমেন্ট টিম কাজী তাহসিন মাহমুদ ,হেড অফ মেম্বারশিপ সার্ভিস সায়েদা মাইশা জামান, কো হেড অফ মেম্বারশিপ সার্ভিস আতকিয়া ফারিহা জিহান, হেড অফ আইটি শামীমা ইসলাম, হেড অফ কনটেন্ট রাইটিং রায়হানা রাশিদ, হেড অফ ক্রিয়েটিভ মালিহা তাসনিম,কো হেড অফ ক্রিয়েটিভ মুশফিকুর রব তূর্য, হেড অফ ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন জাবিন তাসমিন, হেড অফ ব্র্যান্ড এন্ড মার্কেটিং রাইয়ানা রেজওয়ানা আন্নি, কো হেড অফ ব্র্যান্ড এন্ড মার্কেটিং মাশরাফ জাহান শাইক, রিফাত তাসনিয়া আনিকা, হেড অফ ডিজিটাল কমিউনিকেশন গাজী মো. আসফিক, হেড অফ পি
আর এন্ড মিডিয়া শামীমা আফরোজ মুন- কে দায়িত্ব দেওয়া হয়েছে ।
ক্লাবের বর্তমান সভাপতি তাসপিয়া ইসলাম বলেন,”একজন সভাপতি হিসেবে অনুজদের হাতে নেতৃত্ব তুলে দিতে পেরে আমি আনন্দিত। তারা নতুনভাবে নিজেদের তুলে ধরার এক অসাধারণ সুযোগ পেয়েছে৷ সবাইকে আবারো জানাই অনেক স্নেহ এবং অভিনন্দন।”
ক্লাবের সাধারণ সম্পাদক রানা ইসলাম বলেন”ক্লাবের প্রতি সদস্যের লিডারশিপ এন্ড স্কিল ডেভেলপমেন্ট, ক্যারিয়ার বিষয়ক দক্ষতা অর্জনের লক্ষ্যে নতুন কমিটি কাজ করে যাবে”
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সূচনা লগ্ন থেকে ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ক কর্মশালা, জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতা ও অনুষ্ঠান, সেমিনার এবং প্রশিক্ষণের আয়োজন করে থাকে। এছাড়াও শিক্ষার্থীদের পাবলিক স্পিকিং, পাওয়ারপয়েন্ট, সিভি রাইটিং, কেইস কম্পিটিশন, প্রেজেন্টেশন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply