নিজস্ব প্রতিবেদকঃ
অকাল প্রয়াত গীতিকার বিশু সিকদারের দু’কন্যা সন্তানের দায়িত্ব নিলেন নগর বাউল খ্যাত জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস্।
সোমবার (২৩ জানুয়ারী) বিকাল ৩ টার দিকে ঢাকা থেকে সড়ক পথে নড়াইলের লোহাগড়ার ধোপাদহ গ্রামে অকাল প্রয়াত গীতিকার বিশু সিকদারের বাড়িতে আসেন জেমস্। এ সময় তিনি বিশু সিকদারের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।
এ সময় জেমসের ম্যানেজার রবিন ঠাকুরসহ সহকর্মী শিল্পীরা উপস্থিত ছিলেন।
বিশু সিকদারের ছোট ভাই শাহ আলম সিকদার বলেন, ‘ব্যান্ড তারকা জেমস্ সদ্য প্রয়াত আমার বড় ভাই বিশু সিকদারের দু’কন্যা সন্তান যথাক্রমে সঙ্গীতা ও সুকন্যা সার্বিক নিয়েছেন।
প্রসঙ্গত: গত শনিবার বিকালে গীতিকার এস এম সেলিম সিকদার ওরফে বিশু সিকদার হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। রবিবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় ধোপাদহ ঈদগাহ ময়দানে মরহুমের নামাজের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিশু সিকদার নগর বাউল জেমস্ এর বিখ্যাত কিছু গান রচনা করেছিলেন। উল্লেখযোগ্য গানগুলো হলো, ‘দুষ্টু ছেলের দল’ ‘বিজলী’ ‘যদি এই শীতে’ ‘আমি তোমাদেরই লোক’ ‘সেলাই দিদিমণি’ ‘অবশেষে জেনেছি’ ‘তুফান।’
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply