মঞ্জুর আহমেদ: বাংলাদেশের স্বাস্থ্যসেবা ব্র্যান্ড প্রাভা হেলথ সম্প্রতি ‘ঘরে ল্যাব’ সার্ভিস চালু করার ঘোষণা দিয়েছে। এতে যেকোনো রোগী ঘরে বসে দ্রুত এবং সুবিধাজনক ল্যাব টেস্টিং করাতে পারবেন। ফলে রোগ নির্ণয়ের জন্য আর ডায়াগনস্টিক সেন্টারে যেতে হবে না।
প্রাভার এই সেবা অর্ডার করার তিন ঘণ্টার মধ্যে রোগীর বাসা থেকে স্যাম্পল সংগ্রহ করে নিয়ে যাবেন অভিজ্ঞ ল্যাব টেকনিশিয়ান। এতে রোগীদের সময় এবং শ্রম দুটোই সাশ্রয় হবে বলে মনে করছেন ‘ঘরে ল্যাব’ সার্ভিসের সেবাদানকারীরা।
বুধবার (৮ ফেব্রুয়ারী) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে ‘ঘরে ল্যাব’-এর লোগো উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে প্রাভা হেলথ।
‘প্রাভা হেলথ’ ও ‘ঘরে সেবা’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং সিইও সিলভানা কাদের সিনহা বলেন, বাংলাদেশের হেলথ সেক্টরে কোয়ালিটি সার্ভিসের অভাব ছিল। ‘ঘরে ল্যাব’ চালু করার মাধ্যমে আমরা গ্রাহকদের জন্য উন্নতমানের এবং সহজলভ্য স্বাস্থ্যসেবা দেওয়ার ব্যবস্থা করেছি। অনেক ইনভেস্ট করে আমরা দেশে আধুনিক ল্যাব এনেছি।
তিনি বলেন, ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে একটি রোগীকে অনেক ভোগান্তিতে পড়তে হয়। এর থেকে রোগীকে মুক্তি দিতে আমরা বাসায় গিয়ে রোগীর স্যাম্পল সংগ্রহ করি। কোনো রোগী ফোন দিয়ে বুকিং দেওয়ার তিন ঘণ্টার মধ্যে আমাদের ল্যাব টেকনিশিয়ান রোগীর বাসায় গিয়ে সংগ্রহ করে আনবেন। ফলে রোগীকে ডায়াগনস্টিক সেন্টারে যাওয়ার প্রয়োজন হবে না। পাশাপাশি নানা সংক্রমণ থেকে রোগী নিরাপদ থাকবেন।
সংবাদ সম্মেলনে প্রাভা হেলথের চিফ প্রোডাক্ট অফিসার মোহাম্মদ আবদুল মতিন ইমন বলেন, ঘরে ল্যাবের কোয়ালিটি সেবা জনসাধারণ ভালোভাবে গ্রহণ করবে বলে আমরা আশা করছি। প্রাভা হেলথের পক্ষ থেকে গত ৫ বছরে আমরা সাড়ে চার লাখের বেশি রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছি। বর্তমানে আমরা দেশে আন্তর্জাতিক মানের পাশাপাশি সুবিধাজনক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্দেশ্যে কাজ করছি।
তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে ‘ঘরে ল্যাব’ স্বাস্থ্যসেবাটি ঢাকা মেট্রোপলিটন এলাকার বাসিন্দাদের জন্য চালু করেছি। এই স্বাস্থ্যসেবা যে কেউ চাইলে ১০৬৪৮ নম্বরে কল করে অথবা প্রাভা হেলথের ওয়েবসাইট বা অনলাইনের মাধ্যমে সহজেই অর্ডার করাতে পারবেন। আগামীতে সেবাটি আমরা সারা দেশে চালু করার পরিকল্পনা করছি। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাভা হেলথ ও ঘরে ল্যাবের প্রোডাক্ট ম্যানেজার তাবাসসুম জামান।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply