জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক- শিক্ষার্থীদের নিয়ে চলচলকারী প্রত্যেকটা বাসে জিপিএস ট্র্যাকিং ডিভাইস যুক্ত করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় পরিবহন দপ্তর। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ট্রেজারারের সাথে আলোচনা হয়েছে বলে ১০ ফেব্রুয়ারি (শুক্রবার) নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. সিদ্ধার্থ ভৌমিক।
বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ইমদাদুল হক উপাচার্য ও ট্রেজারার অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমদ এ ব্যাপারে সম্মত আছেন বলে জানান তিনি। তিনি আরো বলেন জিপিএস ট্র্যাকিং চালু করলে কোন গাড়ি কই আছে সেটা সহজে জানতে পারবো। শিক্ষার্থীও মনে করছেন উক্ত সিদ্ধান্তটি বাস্তবায়ন হলে শিক্ষক শিক্ষার্থী সকলের জন্যই ভালো হবে।
পদার্থ বিজ্ঞান বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী জাহিদুল হাসান বলেন, আমাদের পরিবহনগুলোতে জিপিএস ট্র্যাকিং ডিভাইস যুক্ত হলে দূরদূরান্ত থেকে আগত শিক্ষার্থীদের অনেক উপকার হবে তারা ট্রাকারের মাধ্যমে বাসের লোকেশন দেখে সময়মত বাসে উঠতে পারবো।
উল্লেখ্য, এর আগে রুট দেখার জন্য জেএনইউ বাস নামে একটি অ্যাপ গুগল প্লে স্টোরে চালু থাকলেও সেটা থেকে তেমন সুফল পাচ্ছে না শিক্ষার্থীরা।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply