এই পৃথিবীতে প্রতিটি মানুষের কিছু না কিছু দুর্বলতা এবং কিছু শক্তি আছে। যেমন- মাছ জঙ্গলে গিয়ে দৌড়াতে পারবে নাহ আবার সিংহ জলে গিয়ে রাজা হতে পারবে নাহ।
সত্যের রাস্তায় চললে অনেক লাভ আছে। কারণ, এই রাস্তায় ভীড় অনেক কম থাকে। আর কখনোই কারোর চেহারা দেখবেন না, তার মনকে দেখুন। কারণ যদি সাদা রং বিশ্বাসের প্রতীক হতো, তাহলে লবণ ক্ষতের ঔষধ হতো।
আপনি নিজেকে জলের মতো তৈরি করুন। যে তার রাস্তা নিজেই তৈরি করবে। পাথরের মতো নয়, যে নিজেতে তো আগাতে পারেই নাহ, অন্যের রাস্তাকেও আটকে দেয়।
খুব কঠিন নয় জীবনের এই সত্যটাকে জানা। যেভাবে আপনি অন্যকে বিচার করেন, একই ভাবে আপনি নিজেকেও বিচার করুন।
কাঁদার মধ্যে পা পরে গেলে কলের কাছে যেতে হবে কিন্তু কল দেখে কখনো কাঁদার কাছে যাবেন নাহ। একই ভাবে জীবনে যদি খারাপ সময় আসে তাহলে টাকাকে ব্যাবহার করুন। কিন্তু টাকাকে দেখে কখনো খারাপ রাস্তায় যাবেন নাহ।
আর যে অন্যের খারাপ সময়ে সব সময় পাশে থাকে, দেখবেন তার খারাপ সময়ে কেউ তার পাশে থাকে নাহ। এটা খারাপ শুনালেও এটাই সত্যি।
টাকার বিষয়টা খুব আজব। যার কাছে টাকা নেই, তাকে কেউ সন্মান করে নাহ আবার যার কাছে টাকা আছে, সে কাউকে সন্মান করে নাহ।
আপনার ঘর ছোট হোক বা বড়। যদি আপনার কথার মধ্যে মিষ্টি না থাকে তাহলে মানুষ তো দূরের কথা, পিঁপড়েও আপনার ঘরে আসবে নাহ।
এই পৃথিবীতে খাবারের মতো আর বিচিত্র কিছুই নেই। মানুষ এটা পাবার জন্যও দৌড়ায় আবার এটাকে হজম করার জন্যও দৌড়ায়।
আজব আমাদের এই জীবন। যদি আপনি জিতে যান, তাহলে অনেক আপনজন আপনার পিছনে পড়ে থাকবে। আর যদি আপনি হেরে যান তাহলে আপনার আপন জনেরাই আপনাকে পিছনে ফেলে চলে যাবে।
পৃথিবীতে দুই ধরনের লোক আছে। ১/ যারা সুযোগ আসলে সাধ ছেড়ে চলে যায়। এবং ২/ যারা সাথে থাকার জন্য সুযোগ খোঁজে।
অন্যের পরামর্শে রাজা হওয়ার থেকে ভালো, নিজের ইচ্ছায় ফকির হয়ে থাকা।
কেউ একজন ঠিকই বলেছিলো- সৌন্দর্যের কমতিকে ভালো স্বভাব দিয়ে পূর্ণ করা যায় কিন্তু স্বভাবের কমতিকে সৌন্দর্য দিয়ে পূর্ণ করা যায় নাহ।
কোনো রকম আশা ছাড়াই অন্যের উপকার করুন। কারণ যে হাত ফুল দেয়, তার হাতেও কিন্তু কিছু সুগন্ধী লেগে থাকে।
জীবনের এই রোলটিকে এমন ভাবে প্লে করুন, যাতে পর্দা নামার পরেও লোক তালি বাজায়।
সবাই আমাকে জিজ্ঞেস করে, এই পৃথিবীতে আপনার সব থেকে আপন কে? আমি হেসে বলি- সময়!
কারণ, যদি সময় সঠিক থাকে তাহলে সবাই আপন। তা না হলে, কেউ নয়।
সময় এবং জীবন পৃথিবীর সব থেকে ভালো শিক্ষক। জীবন, সময়ের ব্যবহার শেখায় আর সময়, জীবনের মূল্যকে বোঝায়।
চালাক হওয়া খুব ভালো কিন্তু অন্যকে বোকা ভাবা বোকামি। আর সম্পর্ক কখনো বৃষ্টির মতো হওয়া উচিত নয়। যা কিছুক্ষণ হওয়ার পরেই শেষ হয়ে যাবে। বরং সম্পর্ক হাওয়ার মতো হওয়া দরকার। যে চুপ থাকবে কিন্তু সব সময় পাশে থাকবে।
সব শেষে বলবো-
সম্পর্কের কখনো প্রাকৃতিক ভাবে মৃত্যু হয় নাহ। একে সব সময় মানুষই মেরে ফেলে। ঘৃণা দিয়ে/ইগনোর দিয়ে/ যোগাযোগ বন্ধ করে দিয়ে এবং কিছু ভূল ধারণা দিয়ে!!
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply