মোঃ আল-শাহরিয়ার বাবুল খানঃ- আশুলিয়ায় আট শতাধিক বাসা বাড়িতে নেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপনন অফিস।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাখাওয়াত জামিলের নেতৃত্বে আশুলিয়ার বাগবাড়ি ও তাঁজপুর এলাকার ৮টি পয়েন্টে প্রায় ৮ শতাধিক বাসা বাড়িসহ কয়েকটি ব্যাবসা প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।উক্ত বিষয়ে তিতাস গ্যাস টি এন্ড ডি কোম্পানির তিতাসের সাভার জোনাল বিপনন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোঃ সায়েম,গণ মাধ্যমকে বলন, আশুলিয়ার বাগবাড়ি ও তাঁজপুর এলাকায় একটি চক্র তিতাসের মূল সরবরাহ লাইন থেকে অবৈধ ভাবে নিম্নমানের পাইপ ব্যবহার করে বিভিন্ন বাসাবাড়িতে গ্যাস সংযোগ প্রদান করে।
ফলে ওই এলাকার বৈধ গ্রাহকরা তাদের লাইনে গ্যাসের প্রেসার কম পাওয়ায় দুর্ভোগে পড়েন।তাদের অভিযোগের ভিত্তিতে আজ (বুধবার) এখানে দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়। এতে করে দুই কিলো এলাকা জুড়ে ৮ শতাধিক বাসা বাড়িতে নেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন,তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান,আব্দুল মান্নান ও তিতাসের কারিগরি টিমের সদস্যসহ পাশাপাশি, যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে সাভার মডেল থানার পুলিশ মোতায়েন ছিলো।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply