নিজস্ব প্রতিবেদকঃমহান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রভাত ফেরী অনুষ্ঠান শেষে ফেরার পথে পূর্বনির্ধারিত ব্যক্তিগত সাক্ষাৎ , আলাপচারিতায় বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শিক সন্তান, বিশ্বশান্তি মডেলের রুপকার সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন, শেখ হাসিনার অন্যতম বিশ্বস্ত অনুজ প্রতিম মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ” বঙ্গবীর ” আব্দুল কাদের সিদ্দিকী এর বাসায় দীর্ঘ আড়াই ঘন্টার স্মৃতিচারণের একপর্যায়ে দোয়া আশীর্বাদ করলেন।” বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের” প্রতিটি নেতাকর্মীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশরত্ন শেখ” হাসিনার” হাতকে ইস্পাত লৌহের ন্যায় শক্তিশালী করার জন্য গন মানুষের কল্যাণে কাজ করার পরামর্শ প্রদান করেন।
তিনি আরো বলেন, স্বাধীনতার বিপক্ষের শক্তিকে পরাভূত করে বঙ্গবন্ধুর সোনার বাংলাকে স্বাধীন করেছিলাম এবারের সংগ্রাম হবে তারই সুযোগ্য কন্যা — শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা। তিনি বিশ্বাস করেন, সময়ের প্রয়োজনে মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর নির্দেশে নিজের জীবন উৎসর্গ করে দেশ মাতা কে আগলে রেখেছে ইনশাআল্লাহ শেখ হাসিনার নেতৃত্বে আজও তার ব্যপ্তয় হবে না। আরো উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে “মুক্তিযুদ্ধা প্রজন্মলীগ” যদি ঠিকমত কাজ করে আর দল যদি তাদের মূল্যায়ন করে তাহলে স্বাধীনতার বিপক্ষের শক্তি ১৫% ভোটও পাবে না। আবারো স্বাধীনতার স্বপক্ষের শক্তি ” বাংলাদেশ আওয়ামী লীগ ” মানবতার, মা,, শেখ হাসিনার নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে ইনশাল্লাহ। অত্যন্ত খুশির সংবাদ হল এই যে, প্রত্যেকটি থানা জেলা ও মহানগরের কমিটি করে জাতির পিতা, “বঙ্গবন্ধুর” আদর্শে ! মুক্তিযুদ্ধের চেতনায়!! ও দেশরত্ন — শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়ার নির্দেশ প্রদান করেছেন। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আজও আমাদের কর্মকাণ্ডকে বেগবান করার লক্ষ্যে আশাবাদ ব্যক্ত করেছেন।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply