মঞ্জুর আহমেদ: আন্তর্জাতিক কুদস সপ্তাহ উপলক্ষে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সাথে সখ্যতা বনাম বিশ্ব মানবতার নিরব কান্না শিরোনামে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এই সেমিনার অনুষ্ঠিত হয়। লেখক ও গবেষক আসাদ পারভেজের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মাদ ইবরাহিম।
সেমিনারে বক্তারা বলেন, একাত্তরের স্বাধীনতা যুদ্ধকালীন সময়েই ইসরাইল সরকার মুজিবনগর সরকারের সমর্থন নেয়ার চেষ্টা চালায়। তারা নানাবিধ সহযোগীতা দানের চেষ্টা করলেও ফিলিস্তিনের জনগণের ন্যায়ানুগ অধিকারের প্রতি সমর্থন জানিয়ে মুজিবনগর সরকার তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। পরবর্তীতে ১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি ইসরাইল বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব করেছিল। তখনও বঙ্গবন্ধু শেখ মুজিবুর নেতৃত্বাধীন সরকার লিখিতভাবে ইসরাইলের স্বীকৃতি প্রত্যাখ্যান করে।
১৯৭৩ সালে আরব-ইসরাইল যুদ্ধের সময়ও বঙ্গবন্ধু আরব বিশ্বের পক্ষে সমর্থন করেন। এ যুদ্ধে বাংলাদেশ তার সীমিত সাধ্যের মধ্যে সর্বোচ্চ অবদান রাখার চেষ্টা করেন। বঙ্গবন্ধুর নির্দেশে আরব-ইসরাইলের যুদ্ধে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সমর্থনে ১ লাখ পাউন্ড চা, ২৮ সদস্যের মেডিকেল টিমসহ একটি স্বেচ্ছাসেবী বাহিনী পাঠানো হয়। বঙ্গবন্ধুর এ অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফিলিস্তিনের হেবরন শহরে বঙ্গবন্ধুর নামে একটি রাস্তাও আছে।
বক্তারা বলেন, বাংলাদেশের পাসপোর্টে সব সময়েই লেখা থাকতো, ইসরাইল ব্যতিত সকল রাষ্ট্রের জন্য এই পাসপোর্ট কার্যকর। কিন্তু হঠাৎ করে ২০২১ সালে বাংলাদেশের ই-পাসপোর্ট থেকে এই কাথাটি বাদ দেওয়া হয়েছে। এ ধরনের কার্যক্রমে ফিলিস্তিনের নিপীড়িত জনগণের পক্ষের সমর্থকরা হতবাক হয়েছে।
বক্তারা আরও বলেন, আমরা মনে করি, অবৈধ রাষ্ট্র ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার বিন্দুমাত্র চেষ্টা বঙ্গবন্ধুর সাথে বিশ্বাস ঘাতকতার সামিল হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মাওলানা উসমান গনী সালেহী, মাওলানা মাহদি হাসান সিদ্দিকী, মাওলানা হোসাইন রেজা, মাওলানা মুহম্মদ সামদানী প্রমুখ।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply