মোঃমঈন উদ্দিনঃরাজধানীর মোহাম্মদপুরে গাড়ীর ধাক্কায় বাড়ীর মেইন গেইট ভেঙ্গে দাঁড়োয়ান নিহত হয়েছে। রবিবার (২৬ ফেব্রুয়ারী) রাত ৯টার দিকে বসিলা গার্ডেন সিটি একটি বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোঃ ইউনুস রারী (৬২) নিহত হয়। নিহতের মেঝো মেয়ে হাফসা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, রাত ৯টার দিকে বসিলা গার্ডেন সিটির ডি ব্লকে ২ নম্বর রোডের ১৩/১ দশতলা বাড়িতে গাড়ি পার্কিং করতে আসেন। এ সময় বাড়ির গেইট খুলতে ভিতর থেকে বাড়ির দাঁড়োয়ান গেইটটি ধাক্কা দিতে গেলে গেইটের মধ্যে গাড়ীটি সজোড়ে ধাক্কা দেয়। সাথে সাথে গেইটটি দাঁড়োয়ানের ওপর ভেঙ্গে পড়ে গেলে দাঁড়োয়ান গেইটিট নিচে পড়ে প্রচন্ড আঘাত পায়। প্রত্যক্ষ্যদর্শীরা ঘটনাস্থল থেকে আহত দাঁড়োয়ানকে গাড়ীতে তুলে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধাক্কা দেওয়া গাড়ীটির মালিক পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) এ কর্তব্যরত পরিদর্শক (এসআই) মিজানুর রহমান।
নিহতের মেয়ে হাফসা বেগম জানান, রাতে আমরা খবর পাই আমার বাবার ওপর বাড়ির গেইট ভেঙ্গে পড়ে গুরুতর আহত হয়েছে। চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়েছে। সাথে সাথে আমরা খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে আসি। এসে দেখি আমার বাবা মারা গেছে। আমরা এই ঘটনার সুষ্ঠ বিচার চাই। নিহতের চাচাতো ভাই আলআমিন হোসেন খোকন জানান,গতকাল আমি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে শুনি তাকে হাতপাতালে নিয়ে গেছে। সাথে সাথে আমি হাসপাতালে ছুটে গিয়ে দেখি আমার ভাই মারা গেছে। আমরা এ ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচার চাই।
এ ঘটনায় ডিএমপি তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) আজিজুল হক জানান, এ ঘটনায় আমরা নিহতের পরিবার থেকে অভিযোগের প্রেক্ষিতে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত গাড়ীর চালককে আটক করেছি।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply