– মোঃ কিরন
আমি কিংবদন্তির কথা বলছি,
যাদের ত্যাগের জন্য আজ বাংলার আকাশে সূর্য হাসে।
আমি সে’ই বীরের কথা বলছি,
যারা মাতৃভুমির তরে আপন জীবন ত্যাগি
ডেকেছিলেন স্বাধীনতার বাণ।
আমি আশ্রুস্বজল মায়ের কথা বলছি,
যিনি অনুপ্রেরণা জুগিয়েছেন সন্তানদের,
বীরের চিত্তে মাতৃভুমিকে ভালোবাসতে।
আমি কিংবদন্তির কথা বলছি,
যারা হাজার, লক্ষ বছর পরেও
মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন অমর হয়ে।
আমি বাংলার কৃষক-জনতার কথা বলছি,
যাদের ঘুম ছিল না চোখে। ছিলো মাতৃভুমিকে
বাঁচানোর জন্য আগুন!
আমি সেই ইতিহাসের কথা বলছি,
যে ইতিহাস আমাদের চেতনা জোগায়,
যে ইতিহাস রক্তে ভেজা,
যে ইতিহাসে মায়ের চোখের জল লেগে আছে, লেগে আছে বোনের ভালোবাসা।
আমি কিংবদন্তির কথা বলছি,
যারা মৃত্যুর পরেও অমর হয়ে আছেন।
যাদের বুকে ছিলো মাতৃভুমির জন্য, ভাষার জন্য অকৃত্রিম ভালোবাসা।
আমি সেই ভাইয়ের কথা বলছি,
যারা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করেছেন,
বুকের তাজা রক্তে রাঙিয়েছেন রাজ পথ।
আমি সেই কালো রাতের কথা বলছি,
যে রাত কেড়ে নিয়েছে মায়ের ভালোবাসা,ভাইয়ের স্নেহ।
যে রাতের শেষে নির্জন ছিলো চারদিক অমত্ত গিয়েছিলো পাখিদের কলরব!
আমি সেই বীর বাঙালির কথা বলছি,
যাদের আত্মত্যাগের বিনিময়ে পেয়েছি লাল সবুজের পতাকা, দেখেছি ভোরের সূর্য, স্বাধীনতা বাংলার।
আমি কিংবদন্তির কথা বলছি,
আমি বাংলার শ্রেষ্ঠ সন্তানের কথা বলছি।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply