1. admin@somoynewsbd.net : admin :
রবিবার, ২৮ মে ২০২৩, ০৩:২৫ অপরাহ্ন

২৪ বছরে মুহাম্মাদী ফাতেমী ইসলামী ঐক্য সংস্থা

  • সময়: শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৪০ View

মঞ্জুর আহমেদ: ব্রাহ্মণবাড়িয়ায় আল্লামা মুফতি শরিফুল ইসলাম নূরী সাহেবের ওপর বর্বরোচিত আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে এই ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীদের সঠিকভাবে চিহ্নিত করে বিচার ও শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন মুহাম্মাদী ফাতেমী ইসলামী ঐক্য সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. আবু মুসলিম বিন হাই।

শুক্রবার (২৪ মার্চ) সকালে ‘বাংলাদেশের সচেতন নাগরিক সমাজ’- এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘মুহাম্মাদী ফাতেমী ইসলামী ঐক্য সংস্থা’র ২য় যুগে পদার্পণ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভা ও সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। 

সভায় বিগত ২৪ বছরের কর্মকাণ্ডের বিষয়ে লিখিত বক্তব্য উপস্থাপন করে মুহাম্মাদী ফাতেমী ইসলামী ঐক্য সংস্থার প্রতিষ্ঠাতা বলেন, ২৪ বছর ধরে দেশের বিভিন্ন মাযহাব, চিন্তা-চেতনায় বিশ্বাসী, ধর্মীয় ও সামাজিক সম্প্রদায় এবং জনগোষ্ঠীর মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বজায় রাখতে কাজ করছে মুহাম্মাদী ফাতেমী ইসলামী ঐক্য সংস্থা।

এছাড়াও দেশে বিদ্যমান সাম্প্রদায়িক শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টার বিষয়ে তীব্র নিন্দা জ্ঞাপন করে বিভিন্ন চিন্তা চেতনায় বিশ্বাসী, মাযহাব বা সম্প্রদায়ের মধ্যে, ভুল বুঝাবুঝির কারণে বিভিন্ন সময়ে, ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাসমূহের জন্য তীব্র নিন্দা ও দুঃখ প্রকাশ করা হয়।

ভবিষ্যতে সকল মতাদর্শ ও চিন্তা-চেতনার মানুষ ও সংগঠনসমূহকে সৌহার্দ্যপূর্ণ আচরণ ও কল্যাণমুখী কর্ম-পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের বিষয়ে আহ্বান জানান মো. আবু মুসলিম বিন হাই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- মো. খোরশেদ আলম (জাভেদ), শাহ মোহাম্মদ আলী আব্বাস, সৈয়দ এজাজ হোসেন, শাহ আলী মাহাদী, মোহাম্মদ সেলিম, শাহ আলী নাকী। এছাড়াও সংগঠনের মহিলা পরিষদের সভানেত্রী রানী বেগম, তাসনিম ফাতেমা প্রমুখ।

0Shares

Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5583

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Somoynewsbd
Theme Customized By BreakingNews