আমি নারী আমি এসেছি
মুক্তির কথা বলতে,
সকল শৃঙ্খল ভেঙ্গে
বিংশ শতকের নতুন সকালে।
আলোয় আলোয় চারিদিকে
ঘরে বাইরে কন্যা জায়া জননীর প্রতিরুপে।
আমি কাঁদতে আসিনি
বদ্ধ ঘরের বন্ধ দুয়ারে,
আমি দিয়েছি আগামী ভবিষ্যত
পৃথিবীর মাঝে নতুন প্রজন্ম ।
হয়তো আমি ধৈর্যশীলা
কখনও হিমালয় পর্বতমালার মত
আচ্ছাদিত শুভ্র শীতল বরফে,
রৌদ্রালোকে জ্বলজ্বল করি
প্রকৃতির মাঝে অন্যন্য রুপে
মুগ্ধ দৃষ্টির অপার বিস্ময়ে ।
কখনও ওই কৃষ্ণ সাগরের মতন
বহুপথ একাধিক প্রনালী দিয়েছি পাড়ি
মিলেছি আটলান্টিক মহাসাগরের
অশান্ত নীল জলরাশিতে ,
গভীর সমুদ্রে উত্তাল কালো জল
তাই আমি কৃষ্ণ সাগর ।
নারী আমি ধর্মে বর্ণে মমতায়
গড়ি পৃথিবীর মাঝে সাম্যতায়,
দেশ থেকে দেশান্তর আপন ছায়ায়
পরিযায়ী পাখির মত
উড়ে বেড়াই দেশ দেশান্তর
আপন মায়ায় ।
ভালোবাসার ফুল ফুটাই
কখনও কৃষ্ণচূড়া
কখনও টিউলিপের মুগ্ধতায়।
কখনও উর্বর সমভূমি
কখনও পাথুরে পাহাড়
উচ্ছল চঞ্চল ঝর্ণাধারায়।
নারী আমি মানবতার
পৃথিবীর পথে পথে ,
মানুষের মাঝে সাম্যতার
সৌহার্দ্য সম্প্রীতি বন্ধনের।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply