বিনোদন ডেস্ক
ফারহাদ সামজি পরিচালিত ‘কিসি কি ভাই কিসি কি জান’ সিনেমার হাত ধরে চার বছর পর বড়পর্দায় ফিরলেন বলিউডের ভাইজান সালমান খান। সিনেমাটি ভারতের সীমানা ছাড়িয়ে রাজ করতে শুরু করেছে বিশ্বব্যাপী। ভাইজানের এই সিনেমা মুক্তির প্রথম দিনই ১৫.৮১ কোটি টাকার ব্যবসা করে। এরই মধ্যে প্রথম সপ্তাহেই ১৫০ কোটি আয় করলো ‘কিসি কা ভাই, কিসি কা জান’।
পরিচালক ফারহাদ সামজি সোশ্যাল মিডিয়ায় ট্রেড অ্যানালিস্ট উইকেন্ড কালেকশন পোস্ট করেন। তিনি লেখেন, ‘কিসি কা ভাই কিসি কি জান প্রথম সপ্তাহান্তে দুর্দান্ত আয় করেছে। সালমান খানের তারকা খ্যাতির সঙ্গে ঈদের মৌসুম শনিবার ও রোববার হাউজফুল করতে পেরেছে। শুক্রবার ১৫.৮১ কোটি টাকা, শনিবার ২৫.৭৫ কোটি টাকা ও রোববার ২৬.৬১ কোটি টাকা। মোট আয় ৬৮.১৭ কোটি টাকা। শনিবার ও রোববারের ব্যবসায় এই লাফ মূলত মাস সার্কিট থেকে এসেছে।’
এটা খুব ভালো ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে, কারণ একাধিক বড় বাজেটের সিনেমা জায়গা ধরে রাখতে হিমশিম খাচ্ছে। শনিবার সিনেমার আয়ে ৬২.৮৭ শতাংশ বৃদ্ধি হয়েছে এবং রোববার ৩.৪০ শতাংশ বৃদ্ধি হয়েছে।
এছাড়া পাওয়ার-প্যাকড অ্যাকশনের সাথে দর্শকদের নিখুঁত পারিবারিক বিনোদনের একটা মিশেল দিতে পেরেছে সালমান খান ও পূজা হেগরে অভিনীত এই সিনেমাটি। সালমানের এই সিনেমাটি ক্রমাগত বক্স অফিসের রেকর্ড ভাঙতে শুরু করেছে।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply