আজকাল আমার মাথার ভেতর একটা পাখি ডেকে চলে
তার একঘেয়ে ডাকে আমি ক্লান্ত হয়ে পড়ি,
মাথায় বালিশচাপা দেই শব্দটা ঢাকবো বলে
ঘুমের বুকে আশ্রয় খু্ঁজি-
তবুও পাখিটা ডেকে চলে অবিরাম।
কখনও কখনও মনে হয় চারিদিকে হর্ণ বাজছে
আমি যেন যানজটে আটকে আছি,
আমার গাড়ীটা স্থির হয়ে আছে, একচুলও নড়ছে না।
একা হলেই আমায় এই শব্দগুলো আঁকড়ে ধরে।
তাই একা হতেও বড় ভয় হয়,
কিন্ত এই ভীড়ের মাঝেও আমিতো একাই
আমার কথা কেউ শুনেনা,বুঝে না
আমিও কারো কথা যেন বুঝতে পারছিনা।
কথাগুলো পাখির কিচিরমিচির হয়ে যায়
ইচ্ছেগুলো জানজটে ডানা ঝাপাটায়
পাখিটা ঘ্যানঘ্যান করে বকে চলে জীবনের গান
আমি তাতে সুর মেলাতে পারিনা,শুধু নিজের উপর বিরক্তি বাড়ে।
যানজটে আটকে থাকা ইচ্ছের ধাক্কায় বেসামাল আমি,
পথ খুঁজে পাচ্ছিনা কিছুতেই সামনে এগোনোর
অসহায় আমি,আমার সীমাবদ্ধতায়।
ছন্দপতনের ছন্দে ঘেঁটে গেছে যাপিত জীবন
মেনে নেয়ার শর্তে, মানিয়ে নিতে নিতে
তালকানা আজ আমি একজন।
যা শিখে ছিলাম,, যা সত্য জানতাম
সেই সূত্রে এখন আর মেলেনা জীবনের অংক।
আমি কি তবে ভুল কোনো পৃথিবীতে ঢুকে পড়েছি?
পথহারা ভিনগ্রহের কেউ?এ পৃথিবীতে অনাহুত?
হারিয়ে ফেলেছি আমি আমার পৃথিবীর ঠিকানা,
এ গ্রহটা সত্যি আমার কাছে আজ বড় অচেনা
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply