ঐশ্বর্য সরোয়ার অপূর্ব , জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘পরিবেশ দিবস -২০২৩’ নামে আজ ১১ জুন পরিবেশ দিবসের অনুষ্ঠান আয়োজন করে ভূগোল ও পরিবেশ বিভাগ। যার মূল প্রতিপাদ্য ছিলো, “বিট প্লাস্টিক পলিউশন”।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. রাকিব আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লাইফ এন্ড আর্থ সাইন্স এর ডিন অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার ও ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল কাদের।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. এম মঞ্জুরুল হাসান এবং বক্তব্য রাখেন বাংলাদেশ এনভায়রনমেন্ট মুভমেন্টের (বাপা) জয়েন্ট সেক্রেটারী আর্কিটেক্ট ইকবাল হাবিব। অনুষ্ঠানটির আহব্বায়ক ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন।
রালির মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. মনিরুজ্জামানের সূচনা বক্তব্যর মধ্যে দিয়ে প্লাস্টিকের অতিরিক্ত ব্যাবহার ও তার পরিমাণ ক্ষতির দিক তুলে ধরেন। তিনি বলেন,” বাংলাদেশ ডেভেলপ কন্ডিশনে আছে, প্লাস্টিকের ব্যাবহারের ফলে অবস্থা খারাপ হতেই পারে, কিন্তু সে অবস্থা থেকে ফিরে আসার টেন্ডেন্সি আজকের মূল মেসেজ।” তিনি আরো বলেন,” আমাদের দেশে কোনো এজেন্সি নেই, কিন্তু কিছু সংগঠন এই চ্যালেঞ্জে কাজ করছে।”
অধ্যাপক ড. এম মঞ্জুরুল হাসান তার মূল প্রবন্ধ উপস্থাপনের মাধ্যমে প্লাস্টিকের ব্যাবহার প্রতিরোধ বিভিন্ন ক্রাইটেরিয়া সম্পর্কে মূল্যবান বক্তব্য উঠে আসে। তিনি বলেন,” প্লাস্টিক পলিউশনের জন্য আমাদের কোনো গাইডলাইন নেই এবং এখন পর্যন্ত তার ইনোভেশন ঘটে নি।” তিনি আরও বলেন,” একমাত্র প্লাস্টিক পুনর্ব্যবহারই হতে পারে আমাদের আগামী দিনের নতুন সম্ভাবনা।”
অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ পরিবেশকে বাঁচিয়ে রাখতে প্লাস্টিক ব্যবহার কমানো এবং যুব সমাজকে সচেতনভাবে এ উদ্যোগে সামনে এগিয়ে আসতে বলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্কুল, কলেজ ও মাধ্যমিক পর্যায়ে প্রবন্ধ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোকচিত্র প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে, বৃক্ষরোপণ কর্মসূচি ও প্লাস্টিক ও অন্যান্য আবর্জনা পৃথক ভাবে ফেলার জন্য ডাস্টবিন স্থাপন করা হয়।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply