মঞ্জুর আহমেদ: ঢাকা ট্যাকসেস্ বার এসোসিয়েশন এর আয়োজনে ১৮ জুন রবিবার সকাল ০৯:০০ ঘটিকায় জাতীয় রাজস্ব বোর্ড (এন,বি,আর), আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-এর সামনে “ট্যাক্স রিটার্ন প্রিপারার (টি,আর,পি) বিধিমালা বাতিল ও আগারগাঁও-এ অবস্থিত জাতীয় রাজস্ব বোর্ড (এন,বি, আর) ভবনে আয়কর আইনজীবীদের জন্য স্পেস বরাদ্দ ও হস্তান্তরের দাবিতে” ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশন-এর উদ্যোগে “মানববন্ধন ও জাতীয় রাজস্ব বোর্ড (এন,বি,আর) ঘেরাও কর্মসূচী” অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন ও ঘেরাও কর্মসূচীতে সভাপতিত্ব করেন, ঢাকা ট্যাকসেস্ বার এসোসিয়েশন এর সভাপতি অ্যাডভোকেট বি.এন দুলাল। উপস্থিত ছিলেন, ঢাকা ট্যাকসেস্ বার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ তৌহিদ উজ্জামান খান (দিপু)।কর্মসূচীতে দেশের বিভিন্ন জেলা থেকে আগত আয়কর আইনজীবীদের উপস্থিতি এবং বক্তব্য রাখেন।আয়কর আইনজীবীরা বলেন, ট্যাক্স রিটার্ন প্রিপারার (টি.আর.পি) বিধিমালা একটি কালো আইন, যা আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ধারা ১৭৪(২)(এফ) এর সাথে সাংঘর্ষিক। এই কালো আইন সরকারের রাজস্ব বৃদ্ধিতে কোনরূপ সহায়ক নয় বরং আয়কর আদায় বাধাগ্রস্থ হবে। ফলে আয়কর অঙ্গনে দুর্নীতি ও অবৈধ প্রতিনিধিত্ব বাড়বে যা দেশের রাজস্ব বৃদ্ধিতে অন্তরায় হবে এবং জনগণ সরকারের বিরুদ্ধে বিরুপ মনোভাব পোষন করবে। সকলেই ট্যাক্স রিটার্ন প্রিপারার (টি,আর,পি) বিধিমালা বাতিল এবং আগারগাঁও-এ অবস্থিত জাতীয় রাজস্ব বোর্ড (এন.বি.আর) ভবনে আয়কর আইনজীবীদের জন্য স্পেস বরাদ্দ ও হস্তান্তরের জোর দাবি জানান। বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশন (বিটিএলএ)-এর সভাপতি ও বাংলাদেশ আওয়ামী কর আইনজীবী লীগ-এর সভাপতি সাবেক এমপি অ্যাডভোকেট মোঃ সোহরাব উদ্দিন, বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশন (বিটিএলএ)-এর মহাসচিব জনাব অ্যাডভোকেট মোঃ খোরশেদ আলম এবং বাংলাদেশ আওয়ামী কর আইনজীবী লীগ-এর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ ইকবাল মোস্তফা সহ হাজার হাজার নবীন, প্রবীণ আইনজীবীবৃন্দ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply