বিশেষ প্রতিনিধিঃ
রাজধানী ঢাকার অদূরে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলামকে তলব করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আগামী ১৮ জুলাই তাকে সশরীরে আদালতে হাজির হতে বলা হয়েছে।আদালতের নির্দেশে ঢাকার সাভারের নামাবাজার এলাকায় বংশী নদী ও নদীতীরের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর আবার তা দখল হয়ে যাওয়ায় এর ব্যাখ্যা দিতে তাকে তলব করা হয়েছে।
ইউএনওকে হাইকোর্টে তলব করার বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিস্টার বাকির হোসেন মৃধা। তিনি ২০১৯ সালে বংশী নদী ও নদীতীরে অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে আদালতের হস্তক্ষেপ কামনা করে রিট করেছিলেন।ওই রিটের পরিপ্রেক্ষিতে ঢাকা জেলা ও সাভারের উপজেলা প্রশাসন গত বছরের শেষ দিকে বংশী নদী ও নদীতীরের ২৮৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। কিন্তু কয়েক মাসের মধ্যেই পুনরায় নদী ও নদীতীর দখল হয়ে যায়।উপজেলা প্রশাসনের নাকের ডগায় পুনরায় এই দখলের উৎসব চললেও দখলদারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। বরং নদী ও নদীতীরের খাসজমি দখলদারদের বন্দোবস্ত দেয়ার সুপারিশ করা হয়।এ বিষয়ে পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হলে আইনজীবী জাকির হোসেন মৃধা বিষয়টি আদালতের নজরে আনেন।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply