নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার মোহম্মদপুরে
তিন কারখানায় বিএসটিআইয়ের অভিযান চালিয়ে তিন কারখানায় ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে নিন্মমানের শিশুখাদ্য উৎপাদনএবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর
অনুমোদন ছাডা খাদ্য উৎপাদন করার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা
হয়েছে।
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বুধবার ২১জুন দুপুরে মোহাম্মদপুরের বসিলা ওয়েস্ট ধানমন্ডি হাউজিং এলাকায় বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, বিএসটিআইয়ের অনুমতি ছাড়া শিশুখাদ্য, ড্রিংকস, রোবো, কোমল পানীয়,জুস তৈরি করার অপরাধে এ আর কনজুমার্স প্রোডাক্ট লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বাজারজাতের জন্য রাখা শিশুদের কিছু কোমল পানিয় জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।
এ আর কনজুমারের পাশে অবস্হিত শাহজালাল
বেকারি মোড়কজাত সনদ না থাকায় ৫ হাজার এবং
আলমদিনা বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা
করা হয়।
অভিযান পরিচালনাকরী বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিব সরকার জানান, এ আর কনজুমার্স প্রোডাক্ট লিমিটেড নামের এই প্রতিষ্ঠানে অভিযানের সময় আমরা মালিক বা দায়িত্বপ্রাপ্ত কাউকে পাইনি। এ সময় কারখানার তালা ভেঙ্গে আমরা ভিতরে প্রবেশ করি। এই কারখানাটিতে শিশু খাদ্য উৎপাদিত হয়। বিশেষ করে আর্টিফিশিয়াল ফ্লেভার ডিংকস, যেমন লিচি, অরেঞ্জ, ম্যাংগো ফ্লেভার দিয়ে নিম্মমানের ক্যামিকেল মিশিয়ে পণ্য তৈরি করা হয়। এ ধরণের খাদ্য উৎপাদন করতে গেলে তাদেরকে যে ধরণের ল্যাব, মান নিয়ন্ত্রণের যেসব প্রক্রিয়া প্রয়োজন তার কিছুই নেই। কারখানার কাঠামোগত উন্নয়ন না করে প্রতিষ্ঠানটি ফ্লেভার ড্রিংকস উৎপাদন, বিক্রয়, বাজারজাত করছে।
এছাড়াও, বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী এ ধরণের পণ্য উৎপাদন, বিক্রি এবং বাজারজাত করার অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি আরও দুটি বেকারীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উল্লেখ্য কিছুদিন আগে এ আর কনজুমার প্রডাক্ট লিমিটেড এর মালিক সহ তিনজন গ্রেফতার হয়েছিল।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply