বিনোদন প্রতিবেদকঃআজ সন্ধায় মগবাজারের জলপাই চায়নিজ রেষ্টুরেন্টে নবাগত নায়ক প্রিন্স
চৌধুরী জন্মদিন অনুষ্ঠান পালিত হয়েছে।
প্রিন্স চৌধুরীর জন্মদিন নিয়ে ফেসবুক,টুইটর সহ
বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তার ভক্তরা সারাদিন
শুভেচ্ছা জানিয়েছ। নবাগত নায়কের জন্মদিনে
আজ সন্ধায় প্রথমে কেক কাটা হয়।জন্মদিনে “প্রিন্স
ফ্লিম প্রডাকশন” এর কর্নধর নবাগত নায়ক প্রিন্স
চৌধুরী তার নতুন সিনেমার নাম ঘোষণা করেন
এবং নায়িকা সহ বিভিন্ন শিল্পী এবং কলাকুশলীদের
পরিচয় করিয়ে দেন। নতুন সিনেমার নাম “বউ হওয়া
কি মুখের কথা”। সিনেমাটিতে অভিনয় করবেন একঝাক নতুন মুখ নবাগত নায়ক প্রিন্স চৌধুরী নবা
গত নায়িকা অদ্বিতীয়া এবং সেতু।
ডাঃ প্রিন্স চৌধুরী এবং অভিনেতা ও লাইন প্রডিউসার ইউসুফ খানের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করবেন নতুন পরিচালক জুলফিকার আলী ভুট্টো,ক্যামেরায় এস এম আজহার এবং ড্রেসম্যান কাজল খান।
প্রডিউসার প্রিন্স চৌধুরী বলেন,আপনারা বেশি বেশি
বাংলা সিনেমা দেখবেন।বিলুপ্ত প্রায় কমেডি সিনেমা
আবার যেন সরব হয়ে ওঠে এটাই আমার লক্ষ। আমি
পর পর পাঁচটি সিনেমা তৈরি করব।অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনী পেশার অতিথিরা উপস্হিত ছিলেন।
পরিশেষে ডিনারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply