1. admin@somoynewsbd.net : admin :
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৮:৩৮ পূর্বাহ্ন

বাংলাদেশ ইসলামী যুব জোট এর আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভা

  • সময়: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৭৮ View

মঞ্জুর আহমেদ: বাংলাদেশ ইসলামী যুব জোট এর আয়োজনে মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম (আঃ) বাংলাদেশ ও বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, বাংলাদেশী বেঈমানদের পিতা দাউদ ইব্রাহিম। প্রধান অতিথির বক্তব্য রেখে ইসলামী ঐক্য জোটের সভাপতি মিছবাহুর রহমান চৌধুরী গতকাল ৮ আগস্ট সকালে ধানমন্ডি স্টার কাবাব কনভেনশন হলে বাংলাদেশ ইসলামী যুব জোট-এর উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও দর্শন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বাংলাদেশ ইসলামী ঐক্যজোট এর চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর কর্মময় জীবন তাকে হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী হওয়ার মর্যাদা দিয়েছে। মানুষের জন্য তার সমগ্র জীবন উৎসর্গ করেছেন, ঐক্যজোট চেয়ারম্যান বলেন, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ও তার কর্মের স্বচ্ছতার কারণে যে কোন অপশক্তির মোকাবিলায় তিনি ছিলেন নির্ভীক। মানবতা, উদারতা ও বিচক্ষনাতায় তিনি ছিলেন বিশ্বের হাতেগনা ৪/৫জন রাজনীতিবিদদের মধ্যে অন্যতম। তার ঘটনা বহুল জীবন, সংগ্রাম, রাজনীতি, ধর্মচর্চা সবকিছু বিশ্বের সকল মুক্তিকামী শোষিত মানুষের প্রেরণা। তার কর্মপন্থা প্রতিটি রাজনৈতিক দলের জন্য প্রেরণা।
আল্লাহ ছাড়া কারও কাছে তিনি মাথা নত করেন নাই। তিনি আমাদেরকে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়ে দিয়ে গেছেন। জাতীয়তাবাদের মন্ত্রে শিক্ষা দিয়েছেন। এক ঝাঁক সহকর্মী তৈরী করেছিলেন, সহকর্মীদের এক সূতায় বেঁধে রেখেছিল। বাংলাদেশের মানুষকে সেই বাঁধনে ঐক্যবদ্ধ করে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্ভুদ্ধ করেছিল।
পাকিস্তানি জান্তার হাতে গ্রেফতারের কয়েক ঘন্টা আগে স্বাধিনতার ঘোষনা প্রদান করে ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে গেছেন। ৭মার্চের ভাষনে যে দিক নির্দেশনা দিয়েছিলেন তার পথ ধরে নয় মাস মুক্তিযুদ্ধ পরিচালিত করেছেন। সেই মহান নেতা আমাদের জাতীর পিতা।
সাম্রাজ্যবাদীদের এ দেশীয় দালালরা তাকে স্ব-পরিবারে হত্যা করেছে। বেঈমানদের মনে রাখতে হবে জীবিত শেখ মুজিব থেকে শহীদ শেখ মুজিব আরও শক্তিশালী। ইসলামী যুবজোট নেতাদেরকে তিনি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ার নির্দেশ দিয়ে বলেন। তার অন্যান্য জীবনি পড় । গভেষনা- কর দেখবে সত্য প্রকাশে তোমরা হবে অগ্রপথিক। ত্যাগ স্বীকারে তোমরা হবে অগ্রসেনা।
মিছবাহুর রহমান চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর সুযগ্য কন্যা পিতার দেখিয়ে যাওয়া পথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। পরাশক্তি সাম্রাজ্যবাদীরা হতবাক হয়ে বাংলাদেশকে দেখছে। দেশ হিসাবে বিশ্ব দরবারে পরিচিত করেছেন। দেশীয় বেঈমানরা তাকে বার বার হত্যা করার অপচেষ্টা অব্যাহত রেখেছে। গোয়েবেলসী কায়দায় মিথ্যাচার করছে। তাকে সরিয়ে দিয়ে গণতন্ত্র ও অসাম্প্রদায়িক বাংলাদেশের পরিবর্তে ব্যার্থ জঙ্গী রাষ্ট্রে পরিনত করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে। সৈয়দ সাহেদ হোসাইন আহমদ এর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোট এর যুব বিষয়ক সম্পাদক আলহাজ্ব আমজাদ হোসাইন, ঢাকা মহানগরের সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা মোশাররফ হোসেন মাহমুদ, ইসলামী যুবজোটের সাধারণ সম্পাদক এজাজ আহমদ, সৈয়দ আরিফ হোসাইন, সহ সভাপতি আব্দুল মালেক ববুতা, সৈয়দ আশ্রাফ হোসাইন, যুগ্ম সম্পাদক আব্দুর রহমান (রানা), মোঃ স্বপন আহমদ, আরমান হোসেন (অনি) প্রমূখ যুবজোট নেতৃবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের আলহাজ্ব জামান উদ্দিন, মাওলানা আবু হানিফ, যুগ্ম মহাসচিব আলহাজ্ব আসাদুজ্জামান খান, দপ্তর সচিব আলহাজ্ব মোশারফ হোসেন, কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব আশরাফ হোসেন ও মুফতী তাজুল ইসলাম, সভায় প্রধান অতিথি মিছবাহুর রহমান চৌধুরী, আগামী সপ্তাহে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের স্মরণে বঙ্গমাতা শির্ষক সেমিনারের ঘোষনা দিয়ে আজ তার জন্মদিনে আল্লাহর দরবারে সেই মহান সহাদ্য শহীদ মাতা ও শহীদের স্ত্রীর আত্মার মাগফেরাত কামনা করেন। সভা শেষে ১৫ আগষ্টের মহান শহীদদের জন্য মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু হানিফ ।

0Shares

Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5583

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Somoynewsbd
Theme Customized By BreakingNews