রকি,কুবি প্রতিনিধিঃ
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার ২০২৩-২৪ কার্যবর্ষের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছে ইমরান হোসাইন এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছে মোহাম্মদ রাজীব।
শনিবার (২৬ আগস্ট) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কেন্দ্রীয় নির্বাহি পর্ষদের সভাপতি মাহদী হাসান মজুমদার ও সাধারণ সম্পাদক এস এ এইচ ওয়ালিউল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইমরান হোসাইন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এবং মোহাম্মদ রাজীব ইংরেজি বিভাগের একই বর্ষের শিক্ষার্থী।
এ বিষয়ে নবনির্বাচিত সভাপতি ইমরান হোসাইন বলেন, তরুণ লেখক ফোরামের নেতৃত্ব পাওয়া সত্যিই আনন্দের, একই সাথে দায়িত্বেরও। রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও আন্তর্জাতিক নানান সংকটে তরুণদের ভাবনা, পরামর্শ ও দাবি আদায়ে কলম-ই সবচেয়ে বড় হাতিয়ার। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লেখকদের এই প্ল্যাটফর্মের সাফল্য অব্যহত রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। আশা করছি সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সহযোগিতায় একদল দক্ষ ও সৃষ্টিশীল লেখক তৈরিতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সবাইকে নিয়ে আমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবো।
সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজীব বলেন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম তারুণ্যের উদ্যমতা নিয়ে কাজ করে, সমাজের দর্পন, অন্যায় অবিচার এবং সমাজে যেসকল সমস্যা আছে সেগুলো নিয়ে কাজ করে। আমাদের তরুণ কলাম লেখক ফোরামের উদ্দেশ্য থাকবে সমাজের বিদ্যমান সমস্যাগুলো থেকে কিভাবে উত্তরণ করা যায় সেই পথ দেখাবে দেশ এবং দেশের মানুষকে। এর পাশাপাশি যারা তরুণ কলাম লেখক হিসেবে জড়িত আছে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করবো যাতে তারা আরো ভালো ভালো কলাম, ফিচার বা এ জাতীয় লিখা লিখতে পারে।
এছাড়া বিজ্ঞপ্তিতে নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ৭ কার্যদিবসের মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, “সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়” এই প্রতিপাদ্যে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ২০১৮ সালের ২৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে দেশের ১৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তরুণ শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ, করতে কাজ করে যাচ্ছে দেশের তরুণ লেখকদের এ সংগঠনটি। এছাড়াও, তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ সংগঠনটি লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply