কুবি প্রতিনিধি :
সড়ক দুর্ঘটনায় আহত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ইরফানের চিকিৎসার জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন কুবি উপাচার্য অধ্যাপক ড এ এফ এম আব্দুল মঈন।শনিবার (১১ নভেম্বর) দুপুরের দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইরফানকে দেখতে গিয়ে এই কথা বলেন তিনি।
এ ব্যাপারে ইরফানের সাথে অবস্থানরত জাহিদ বলেন, “ভিসি স্যার প্রায় এক ঘন্টার বেশি সময় হাসপাতালে ছিলেন। এসময়ে তিনি ইরফানের মাথার খুলির অবস্থা সম্পর্কে ডক্টরের সাথে সরাসরি কথা বলেন। এমনকি তিনি নিজেই ইরফানকে দেখতে আইসিইউ তে গিয়েছেন। পাশাপাশি তিনি ইরফানের পরিবারের সাথেও কথা বলেছেন এবং ইরফানের আর্থিক ও মানসিকভাবে সহায়তা করার আশ্বাসও দিয়েছেন।”
রোগীর অবস্থার কথা জানতে চাইলে বলেন, “পেশেন্টের বর্তমান অবস্থা-ইতিমধ্যে সার্জারি করে ইরফানের মাথার অংশ থেকে খুলি খুলে ফেলা হয়েছে। খুলি ইবনে সিনা হস্পিটালের ব্লাডব্যাক এ ফ্রিজ আপ করা আছে এবং পরমানু গবেষণা কেন্দ্রে পাঠানো হবে। তার ব্রেণ বর্তমানে স্বাভাবিক অবস্থার মতো নড়াচড়া করছে; যা দুর্ঘটনার পর প্রথম দিকে ছিল না। ডাক্তার এই বিষয়টাকে ইতিবাচক নিয়েছেন। ইরফান এখনো ভ্যান্ডিলেশনে অজ্ঞান অবস্থায় আছে। তার জ্ঞান ফিরলে অন্যান্য সার্জারি শুরু হবে।”
এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড এ এফ এম আব্দুল মঈন বলেন, ‘সার্জারী ঠিক মত হয়েছে তবে ব্রেনের প্রেশার বেড়ে গেছে। প্রেসার কমানোর জন্য সার্জারি করা হয়েছে। আমি সর্বোচ্চ চেষ্টা করবো আর্থিক এবং প্রয়োজনীয় সব ধরনের সাহায্য করার।’
উল্লেখ্য, বৃহস্পতিবার (৯ নভেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ইরফান ইসলাম তিশা প্লাস বাসের ধাক্কায় গুরুতর আহত হয়। তাকে কুমিল্লা মেডিকেল কলেজে নিয়ে গেলে অবস্থা খারাপ থাকায় ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করানো হয়।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply