মোঃ আল-শাহরিয়ার বাবুল খান,বিশেষ প্রতিনিধিঃ আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন বাসীকে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন স্বনির্ভর
ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী মোহাম্মদ আলী জিন্নাহ।তিনি হচ্ছেন মরহুম আলহাজ্ব হাবিবুর রহমান এর সুযোগ্য সন্তান,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জনাব মোহাম্মদ আলী জিন্নাহ।তিনি তার বাণীতে দেশের চিরাচরিত সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রেখে ও গণতন্ত্রকে এগিয়ে নিতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, ‘বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। প্রতি বছরের ন্যায় এ বছরও সারাদেশে যথাযথ উৎসাহ- উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং বিভিন্ন অনুষ্ঠানাদির মধ্য দিয়ে সাড়ম্বরে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত।’তিনি
আরও বলেন, ‘আবহমানকাল ধরে এ দেশের হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা উপাচার ও অনুষ্ঠানাদির মাধ্যমে দূর্গাপূজা উৎযাপন করে আসছে।দূর্গাপূজা কেবল ধর্মীয় উৎসব নয়,সামাজিক উৎসবও। দুর্গোৎসব উপলক্ষে ধর্ম-বর্ণ নির্বিশেষে আত্মীয়-স্বজন,বন্ধু-
বান্ধব,পরিবার-পরিজন, পাড়া-প্রতিবেশী একত্রিত হন,মিলিত হন আনন্দ-উৎসবে।তাই এ উৎসব সার্বজনীন।’
মোহাম্মদ আলী জিন্নাহ বলেন,’দুর্গাপূজার সঙ্গে আবহমান বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি মিশে আছে।ধর্মীয় উৎসবের পাশাপাশি দূর্গাপূজা দেশের জনগণের মাঝে পারস্পরিক সহমর্মিতা ও ঐক্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।তিনি বলেন, ‘মানবতাই ধর্মের শাশ্বত বাণী। ধর্ম মানুষকে ন্যায় ও কল্যাণের পথে আহ্বান করে,অন্যায় ও অসত্য থেকে দূরে রাখে,দেখায় মুক্তির পথ।তাই ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি সকলকে মানবতার কল্যাণে এগিয়ে আসতে হবে। দুস্থ ও অসহায়দের পাশে দাঁড়াতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বাঙালির চিরকালীন ঐতিহ্য।সম্মিলিতভাবে এ ঐতিহ্যকে এগিয়ে নিতে হবে দেশের সামগ্রিক অগ্রযাত্রায়।’
তিনি শারদীয় দুর্গোৎসবের সাফল্য কামনা করে বলেন, ‘আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমানাধিকার সুনিশ্চিত করা হয়েছে। সকলে মিলে যুদ্ধ করে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি।তাই এই দেশ আমাদের সকলের।তাই দূর্গোৎসব সত্য -সুন্দরের আলোকে ভাস্বর হয়ে উঠুক,ধর্ম- বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যরের বন্ধনকে সুসংহত করুক।

প্রধান উপদেষ্টাকে সার্ভে জাহাজ এইচএমএস এন্টারপ্রাইজ সম্পর্কে ব্রিফিং দেওয়া হয়
লন্ডন, ১৩ জুন ২০২৫:যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)-এর দক্ষিণ এশিয়া আঞ্চলিক বিভাগের প্রধান লেসলি ক্রেইগ এবং কমোডোর হোয়ালি শুক্রবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ