মোঃ আল-শাহরিয়ার বাবুল খানঃ কোথায় যেন হারিয়ে গেছে কপি হাউজের সেই সোনালী গোধূলির আকাশে রাত কাটা আর নেই,আমি বসে আছি এক নতুন উদীয়মান পাখির কল কাকলীর নতুন সুরের কণ্ঠে গান,আমি বসে আছি কখন সেকেন্ড, মিনিট,ঘন্টা পেরিয়ে নতুন সময় বেজে উঠবে,আমি প্রহর গুনছি কখন দিনপঞ্জীকা ক্যালেন্ডারে প্রথম ২০২৫ ইং সালকে স্বাগত জানাবো,আমি জিজ্ঞাসা করছি,রাত পোহাবার কত পাঞ্জেরী?কোথাও কোন সাড়া শব্দ নেই,শুধু ঘড়ির কাটার লাইনটা জানান দিল ২০২৪ তুমি প্রবীন, তুমি চলে যাও,হায় তোমার বিদায়!!!আমি নতুন ২০২৫ ইং তোমাকে জানাই স্বাগত।এমন এক বার্তার মাধ্যমে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়া থানার,ভাদাইল গ্রামের সিকদার বাড়ির কৃতি সন্তান ও ঢাকা জেলা যুবদলের নেতা মোঃ শরীফুল ইসলাম সিকদার।তার এমন মনোভাবের
শুভেচ্ছার বার্তা জানিয়ে
অতীতের গ্লানিকে পিছনে ফেলে নতুনকে গ্রহন করার আহবান জানান এই ক্ষুদে বার্তাটি দিয়ে।পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করেছেন।
বায়ুদূষণ রোধে ২০ টি ইটাভাটাকে এক কোটি চৌদ্দ লক্ষ টাকা জরিমানা, ১১টির কার্যক্রম বন্ধ ও ২ টি বন্ধের নির্দেশ:
নিজস্ব প্রতিবেদকঃ বায়ুদূষণ ও পরিবেশ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তর ৭ জানুয়ারি ২০২৫ তারিখে সারা দেশে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)