Somoy News BD

২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , মঙ্গলবার
ব্রেকিং নিউজ

পুলিশ কর্মকর্তার নির্যাতনে নিরাপত্তাহীনতায় ভূগছে ভুক্তভোগীরা

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর সিদ্ধেশ্বরী রোডের কনকর্ড ম্যাগনোলিয়ার ফ্ল্যাট মালিকরা সিআইডির একজন এসপি দ্বারা দীর্ঘদিন নির্যাতিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। এই বিষয়ে ভুক্তভোগীরা গত ১৭/০৩/২০২৪ এবং ২০/১০/২০২৪ তারিখে রমনা থানার ওসিকে অভিযোগ দিলেও তারা কার্যকর কোন ব্যবস্থা নিচ্ছে না। কনকর্ড ম্যাগনোলিয়া ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির সভাপতি মিজানুর রহমান জানান, এসপি শামীমা ইয়াসমিন নামে বেনামে ফ্ল্যাট নং-১/এ, ১/বি, ৫/এ এবং ৫/বি নম্বরের ৪টি ফ্ল্যাট রয়েছে। বসবাসের শুরু থেকেই তিনি আমাদের বিভিন্নভাবে হয়রানী করে আসছেন। যা উল্লেখ করে সিআইডি প্রধান, পুলিশ মহা পরিদর্শক এবং জননিরাপত্তা বিভাগের সচিব বরাবর অভিযোগ জমা দেওয়া হয়েছে। তিনি বলেন, রাজউক অনুমোদিত নকশা বর্হিভূতভাবে ফ্ল্যাটের আয়তন বাড়ানোর জন্য তিনি বিগত ২০১৭ সালের জুলাই থেকে অদ্যাবধি তার পোষ্য দুই তিন জন অনভিজ্ঞ নির্মাণ শ্রমিক দ্বারা প্রতিনিয়ত নির্মাণ কাজ করছেন। রায়উক কর্তৃপক্ষ এট্রেন নকসা বর্হিভূত অবৈধ কাজ বন্ধের জন্য গত ০২/০৬/২০২২ খ্রিঃ এবং ১১/০৮/২০২২ খ্রিঃ বিবাদীকে পরপর দুটি চিঠি ইস্যু করে যার যথাযণু ব্যবস্থা গ্রহণে রমনা থানাকে অনুলিপি প্রদান করে। কিন্তু অদ্যাবধি কোন পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। তাছাড়া গত ০৭/১২/২০২৪ খ্রিঃ রাজউকের নির্বাহী এ্যাজিস্ট্রেট, অথরাইজড অফিসার, ইঞ্জিনিয়ার এবং ইন্সপেক্টর উক্ত ভবনটি পরিদর্শন শেষে ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় অবৈধ স্থাপনায় রেড মার্ক করে দেওয়ার পরেও বিবাদী কোন তোয়াক্কা না করে নির্মাণ কাজ করে যাচ্ছে। ভবন ফ্রাট মালিক সমিতি ও ভবন নির্মানকারী প্রতিষ্ঠানও একাধিকবার কাজ বন্ধের জন্য নোটিশ প্রদান করে। এখনই দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে ভবনটি কাঠামোগতভাবে দুর্বল হয়ে পড়ে যেকোন সময় একটা ভয়াবহ বিপর্যয় হলে, তার দায়ভার থানা কর্তৃপক্ষ কোনভাবেই উপেক্ষা করতে পারবে না। ভুক্তভোগীরা জানান, ২০১৯ সালের জানুয়ারী মাসে ভবন নির্মানকারী প্রতিষ্ঠান কমিটি গঠন করে দায়িত্ব হস্তান্তরের পর থেকে তিনি উপরোল্লিখিত ৪ টি ফ্ল্যাটের মালিক হওয়া সত্ত্বেও অদ্যাবধি কোনো সার্ভিস চার্জ প্রদান করছেন না যার বকেয়া প্রায় ১৭ (সতেরো) লক্ষ টাকা। ভবন মালিক সমিতি বিভিন্ন সময়ে মৌখিক এবং লিখিতভাবে সার্ভিস চার্জ প্রদানের জন্য তাগাদা দিলেও সার্ভিস চার্জ না দিয়ে উল্টো হুমকি-ধামকির মাধ্যমে উনার পুলিশি ক্ষমতা প্রয়োগ করেন। এতে করে একদিকে সকল ফ্ল্যাট মালিকগণ নিরাপত্তাহীনতায় বসবাস করাং, পাশাপাশি ভবনের ব্যয় নির্বাহে হিমশিম খাচ্ছি। তাছাড়া ভবনের ডিজেবল পার্ক, কমন স্পেস, অয়েডসহ বিভিন্ন স্থান সমূহ দীর্ঘদিন যাবৎ বেআইনিভাবে জোরপূর্বক দখল করে রেখেছেন এবং তিনি ইচ্ছাকৃতভাবে বিধি বর্হিভূতভাবে কোন মামলা না থাকা সত্ত্বেও ভবন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া উক্ত ভবনের নিরাপত্তা সিস্টেম অর্থ্যাৎ সিসিটিভি-র ডিভিআর টি জোর করে ভবন থেকে বিবাদীর সিআইডি অফিসে নিয়ে বিগতদিনের সমস্ত গুরুত্বপূর্ণ রেকর্ড নষ্ট করে ফেলে। এমনকি সিসিটিভি- র হার্ডডিস্কটিও নষ্ট করে দেয়। এতে প্রতিবাদ করলে উল্টো মামলার হুমকি প্রদান করে। এ ব্যাপারে রমনা থানার ওসির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা অভিযোগ তদন্ত করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো। ভুক্তভোগীরা বলেন, দীর্ঘদিন আইনের প্রতি আস্থাশীল থেকেও কোন সুফল পাইনি। তারা সরকারের কাছে প্রশ্ন রাখেন আইন যদি সবার জন্য সমান হয় তবে আমরা রাষ্ট্রের করদাতারা কেন বিগত ৮ বছর ধরে কোন প্রকার আইনী সহায়তা পাচ্ছি না। তারা দ্রুত বিষয়টির সুষ্ঠ সমাধাণ কামনা করেন।

Related Articles

শিগগিরই ‘আয়নাঘর’ পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : গুম সংক্রান্ত তদন্ত কমিশন (দ্য কমিশন অব এনকোয়ারি অন এনফোর্সড ডিসাপিয়ারেন্স) আজ শনিবার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে একটি বৈঠক করেছেন।

আরও পড়ুন

আশুলিয়ায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর কর্মী সম্মেলন অনুষ্ঠিত।

হৃদয় শিকদার :আশুলিয়া প্রতিনিধিঃ আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন এ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। শুক্রবার <span;>(১৭ জানুয়ারি)  আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন এর ইউনিক এলাকায়

আরও পড়ুন

চাকুরীর পরীক্ষায় বৈষম্যের শিকার এবং স্বামীকে মানষিক নির্যাতনে ন্যায় বিচারের দাবি

মঞ্জুর: খোদেজা আক্তার (স্বামী-জুয়েল মোঃ বিল্লাল)  ১৬ই জানুয়ারী ২০২৫ ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে খোদেজা আক্তার বলেন, আমি খোদেজা

আরও পড়ুন

হেযবুত তাওহীদের সংবিধান ও রাষ্ট্র সংস্কার বিষয়ে সংবাদ সম্মেলন

মঞ্জুর: বুধবার ১৫ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে হেযবুত তাওহীদের আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন,

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬ – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

জিয়াউর রহমান (১৯ জানুয়ারি ১৯৩৬[] – ৩০ মে ১৯৮১) ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে ১৯৭১ সালের ২৭শে মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন।[][] তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর    উত্তম উপাধিতে ভূষিত করে।

sheikh mujibur rahman

এই বিভাগের আরও