নিজস্ব প্রতিবেদকঃ
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে মোহাম্মদপুরে জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৭ ফেব্রুয়ারি বিকেলে মোহাম্মদপুর বসিলা ব্রিজ সংলগ্ন শ্রমিক দলের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি আমিনুল হক,আহবায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃহাজী ইউসুফ,যুগ্ন আহবায়ক
ঢাকা মহানগর উত্তর বিএনপি, প্রধান বক্তা হুমায়ুন কবির খান, সাধারণ সম্পাদক
সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, উদ্বোধক কাজী শাহ আলম রাজা,প্রধান আলোচক,মনজুরুল ইসলাম মঞ্জু, প্রচার ও প্রকাশনা সম্পাদক শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।বিশেষ অতিথি কামরুজ্জামান সদস্য সচিব ঢাকা মহানগর উত্তর শ্রমিক দল,বিশেষ অতিথি ফরহাদ হোসেন বুলেট,যুগ্ন আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর শ্রমিক দল।সঞ্চালনায় ছিলেন মুসলে উদ্দিন বাবলু
পন্ডিত,যুগ্ম আহবায়ক, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দল।
অনুষ্ঠানটির সভাপতিত্বে ছিলেন মোহাম্মদপুর থানা শ্রমিক দলের আহবায়ক মোঃ আলী কায়সার পিন্টু।
শ্রমিক দলের নেতারা বলেন,৩১ দফা বাস্তবায়ন করলেই বাংলাদেশ একটি সুখী সুন্দর সমৃদ্ধশালী একটি উন্নত দেশ হবে।
নেতারা আরো বলেন, আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরে এ দেশ কে এগিয়ে নিতে হবে। তারেক রহমানের হাত কে আরো শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান করেন। এসময় মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক সারোয়ার সাকিব বলেন, এই শ্রমিক দলের কর্মীরাই দীর্ঘ ১৮ বছর মাঠে ছিলো। আমরা তাদের ভুলি নাই, কখনো কেউ ভুলবে না। সবাই এক সঙ্গে থেকে আগামী নির্বাচনে বিএনপি কে জয়যুক্ত করে আমরা ঘরে ফিরবো। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচন দিতেও আহ্বান করেন করেন নেতারা।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা শ্রমিকদলের
সদস্য সচিব হেমায়েদ গাজী। আরো উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক সারোয়ার সাকিব। ছাত্রদলের সভাপতি জুয়েল রাজ। উপস্থিত ছিলেন শ্রমিক দল নেতা রুহুলআমীন গাজী,মোহাম্মদপুর থানা শ্রমিক দলের সংগাঠনিক সম্পাদক মোঃ
ফারুক, যুগ্ম আহবায়ক আব্দুর রহিম, জাহাঙ্গীর,যুগ্ম আহবায়ক মোহাম্মদ ফারুক,মোঃ আব্দুল সোবহান শেখ,
নিজাম হাওলাদার, নূর হোসেন অলি,মোঃ বাবু,ওমর মাদবর,মোহাম্মদ ইয়ামিন সহ ৫ টি ওয়ার্ডের শ্রমিক দলের আহবায়ক ও সদস্য সচিব সহ শত শত নেতাকর্মীরা।