Somoy News BD

২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , শনিবার
ব্রেকিং নিউজ

মিরপুরে নূর মোহাম্মদ প্রতারণা করে ব্যবসায়ী গাজী বাদশার ১৫ লক্ষ টাকা আত্মসাৎ

বিশেষ প্রতিনিধিঃ
রাজধানীর মিরপুরে কোম্পানির মালিক বানানের কথা বলে নিরক্ষর গাজী বাদশার কাছ থেকে প্রায় ১৫ লক্ষ টাকা আত্মসাৎ করেছে নূর কল্যাণ ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠানের মালিক মিরপুর ১৩ নম্বর সেকশনের বাসিন্দা নূর মোহাম্মদ
বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগে সুত্রে জানা যায়, মিরপুর ১৩ নম্বর সেকশনের বাসিন্দা নূর মোহাম্মদ টুসি বিডি টুসি এন্টারপ্রাইজ ও নূর কল্যাণ ফাউন্ডেশন এর পরিচালক করার কথা বলে গাজী বাদশা কে প্রতারণার ফাঁদে ফেলে নূর মোহাম্মদ সুকৌশলে হাতিয়ে নেয় ক্ষুদে ব্যবসায়ী বাদশা মিয়া  প্রায় পনের লক্ষ টাকা।
বাদশাহ মিয়ার কাছ থেকে বিভিন্ন সময়ে কাজের অজুহাতে টাকাগুলো আত্মসাৎ করে।  অভিযোগকারী বাদশা জানায় আমি অশিক্ষিত হওয়ায় সুযোগে নূর মোহাম্মদ বিভিন্ন অজুহাতে টাকা নিয়ে উক্ত অফিস নির্মাণ করে। যেহেতু সহজ সরল খেটে খাওয়া ক্ষুদে ব্যবসায়ী বাদশা কোম্পানির পরিচালক হবার আশায় অফিসের সকল প্রকার ফার্নিচার এবং কম্পিউটার ইত্যাদিসহ প্রায় ৫ লক্ষ টাকার আসবাবপত্র ক্রয় করে দেয়। পরিচালক হবার আশায় বাদশামিয়া নূর মোহাম্মদ এর কথামতো অত্র অফিসের স্টাফদের কয়েক মাসের বেতন দিয়েছে বলে সে জানায়। প্রতিষ্ঠানটির কাগজপত্র জমা করে রিসিভ কপি আনে কিন্তু কোন কাগজপত্রে বাদশার নাম নেই।  বাদশা মিয়া তাৎক্ষণিক নূর মোহাম্মদ কে প্রতিবাদ করলে সে বলে তুমি তো পড়াশোনা জানো না তোমার নামে তাই কোন কাগজপত্র হয়নি।
তাহলে আমি তো পড়াশোনা জানিনা জেনে সত্ত্বেও তুমি আমার টাকা নিয়ে আমাকে পরিচালক বানানোর কথা বলে কোম্পানি করেছ আমাকে অর্ধেক ভাগ দিবে ব্যবসার এই প্রতিশ্রুতিতে তাই আমি তোমাকে টাকা দিয়েছি। এই নিয়ে সৃষ্টি হয় বাদশা ও নূর মোহাম্মদের সাথে বিতর্ক। বাদশা বলে তাহলে আমার টাকা খরচা হয়েছে সেই টাকাগুলো ফেরত দেন। জবাবে নূর মোহাম্মদ বলে তোমাকে কোন টাকা ফেরত দেওয়া হবে না। এক পর্যায়ে ১০০ টাকার তিনটি স্ট্যাম্পেএলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাক্ষী রেখে বাদশাহ ও নূর মোহাম্মদের মধ্যে একটি ব্যবসায়িক সমঝোতা চুক্তিনামা স্বাক্ষর হয়। উক্ত চুক্তিনামায় উল্লিখিত তিনটি চেক নাম্বার সহ ৬ লাখ ৭০ হাজার টাকার চেক দিয়েছেন নূর মোহাম্মদ বাদশা কে। চেক নাম্বার সি ৩০৯৫০১১ শহী নং/ ০১৭০২১০০২৭৫৬৯ ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক লিমিটেড মিরপুর ব্রাঞ্চ টুসি এন্টারপ্রাইজ টাকা ২ লক্ষ মাত্র। ১ নং এমসিএইচ ৩ ০ ৩ ০ ৭ ২ ৪ সহ হি নং ২০ ৫০ ২৭ ৪০ ২০ ১৪ ৯২ ৫০ ৩ ইসলামী ব্যাংক লিমিটেড পল্লবী মিরপুর ব্রাঞ্চ ঢাকা নূর মোহাম্মদ টাকা ২ লক্ষ মাত্র। চেক নং সিবি অবলিক সিডি ৯০ ৩৫ ১৫৬ সহিনং ১৫০ ২৮৩ ৫২৪ ২০০১ সিটি ব্যাংক লিমিটেড পল্লবী মিরপুর ঢাকা ঢাকা ২৭০০০০ লক্ষ মাত্র। বর্তমানে কল্যাণ ফাউন্ডেশন এর এই প্রতিষ্ঠানে সম্পূর্ণ কার্যক্রম বন্ধ রয়েছে। নূর কল্যাণ ফাউন্ডেশনের বর্তমানে কর্মরত ২ জন কর্মকর্তা বৃন্দর সাথে কথা বললে তারা জানায় ঘটনার সত্যতা যেখানে উঠে এসেছে নূর মোহাম্মদের প্রতারণার তথ্য। উক্ত বিষয়  নূর মোহাম্মদের বিরুদ্ধে কাফরুল থানায় জিডি  নং -১৯৩৪/২১-০২-২০২৪ দায়ের করে ভুক্তভোগী। উক্ত ঘটনার তদন্ত সাপেক্ষে অন্যায়কারীকে আইনের আওতায় এনে সঠিক বিচারের দাবি জানায় ভুক্তভোগী।

Related Articles

এবার কুবির আরেক সহকারী প্রক্টরের পদত্যাগ

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রক্টরিয়াল বডি থেকে আরো এক সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন। পদত্যাগকারী শিক্ষক হলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী এম.

আরও পড়ুন

‘এনআরবি লাইফ-প্রতিভা প্রকাশ সাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক

নিজস্ব প্রতিবেদকঃ প্রতিভা প্রকাশ প্রকাশনা সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ‘এনআরবি লাইফ-প্রতিভা প্রকাশ সাহিত্য পুরস্কার ২০২৪’ ঘোষণা করা হয়েছে। আগামী ৩ মে ২০২৪, শুক্রবার, বাংলাদেশ শিশু

আরও পড়ুন

মিরপুর বিআরটিএ পরিদর্শক অরুণ সরকারের অপকর্ম –দুর্নীতির দেখার কেউ নেই !

মহিউদ্দিন খন্দকার: রাজধানীর মিরপুর বিআরটিএ মালিকানা বদল শাখায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির তথ্য পাওয়া গেছে। প্রাইভেট মালিকানা বদল শাখার মোটরযান পরিদর্শক অরুণ সরকার দুর্নীতিতে অন্যতম

আরও পড়ুন

সকালের সময়ের আয়োজনে ‘স্বাধীনতা ও আমাদের প্রত্যয়’ শীর্ষক সভা অনুষ্ঠিত

নিজাম উদ্দিনঃ সকালের সময়ের আয়োজনে ‘স্বাধীনতা ও আমাদের প্রত্যয়’ শীর্ষক সভা অনুষ্ঠিত হয়। রাজধানীর কাওরান বাজার এলাকায় রেস্টুরেন্ট রেইন রুফে গতকাল ৫ এপ্রিল বিকেলে বস্তুনিষ্ঠ

আরও পড়ুন

শেখ মুজিবুর রহমান

(১৭ মার্চ ১৯২০ – ১৫ আগস্ট ১৯৭৫)

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (1920-1975) স্বাধীন বাংলাদেশের স্থপতি।

sheikh mujibur rahman

এই বিভাগের আরও