নরসিংদী থেকে এস আলমঃ
সারাদেশে করোনা মহামারির জন্য সরকার ঘোষিত কঠিন লকডাউন থাকা সত্বেও নরসিংদী মাধবদির কাঠালিয়া ইউনিয়নে সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী মটর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হিরন মোল্লা শত শত জড়ো করে প্রতিদিন চালচ্ছে কাঠালিয়া ইউনিয়নের কোন না কোন এলাকায় উঠান বৈঠক ও শোডাউন।
শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদকরের সঙ্গে মুঠোফোনে কথা বললে তিনি জানান আমরা প্রশাসনকে অবগত করে বৈঠক করেছি। আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাসি হিরন মোল্লার সঙ্গে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান আমার কর্মী সিরাজুল ইসলামকে দেখতে আমি ওখানে গিয়েছিলাম। জানেনতো আমি যে এলাকায় যাই সেই এলাকায় আমার নেতা কর্মীরা জড়ো হয়ে যায়। উঠান বৈঠক ও শোডাউনের কথা জিজ্ঞাসা করলে তার কোন সদ- উত্তর দিতে পারে নাই।
উক্ত বিষয়ে কাঠালিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিনা আক্তারের সাথে মুঠোফোন বিষয়টি অবগত করলে তিনি বলেন করোনা কালিন সরকার ঘোষিত কঠিন লকডাউনে সরকার মিটিং মিসিল সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখার জন্য প্রজ্ঞাপন জারি করেছেন। এ সময়ে হিরন মোল্লা কি ভাবে উঠান বৈঠক করে আমার জানা নেই।
ইউনিয়নের সচেতন মহলের দাবি হিরন মোল্লার এই উঠান বৈঠক ও শত শত লোক নিয়ে শোডাউন এটা বিপদজনক। দেখা যায় অনেকেই মাক্স ব্যাবহার করে নাই এতে করোনা মহামারি এলাকায় ভয়াবহ রুপ নিতে পারে বলে অভিযোগ করেন।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply