শামীমা মুন,জবি প্রতিনিধি
শুক্রবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ম্যানেজমেন্ট স্টাজগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অনুষ্ঠিত হলোডিজ বিভাগের ২১৫ নং কক্ষে সকাল ৭ টা ৩০ এ শুরু হয়ে অনুষ্ঠানটি শেষ হয় দুপুর সাড়ে ১২ টায়। প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।
সম্পূর্ণ অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন কার্যনিবার্হী সদস্য গাজী আশফিক এবং রিফাত তাসনিয়া আনিকা।তাদের হাস্যরসাত্মক এবং সাবলীল উপস্থাপনায় দর্শকের মনে আনন্দের খোরাক জুগিয়েছে।
মূলত এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থী এবং প্রশিক্ষনার্থী সহযোগীদের ক্লাবের সাথে আনুষ্ঠানিক পথচলা শুরু হয়।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবি ক্যারিয়ার ক্লাবের চিফ মডারেটর, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মহিউদ্দিন। তিনি বলেন, নবীন ও পুরাতনদের মাঝে মিলবন্ধন করে নতুন কিছু সৃষ্টি করতে হবে। তিনি আরও বলেন শুধু ক্যারিয়ার নিয়ে ডুবে না থেকে আমাদের এর সাথে যোগ করতে হবে মানবিকতা ও সংস্কৃতি নামক দুই উপাদান, এগুলো আরও বেশি প্রতিফলন করতে চাইলে “ক্যারিয়ার” ও “হিউমানিটি” এ দুটিকে সংযুক্ত করে সেমিনার কিংবা কর্মশালা করা যেতে পারে।
অনুষ্ঠানটিতে “স্টাডি ইন এবরোড” সেশনের পরবর্তী কার্যক্রমে অংশগ্রহণ করায় পাঁচ জনকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে কুইজ,পাজেল, লটারী,সঙ্গীত পরিবেশনা ছাড়াও বিভিন্ন গঠনমূলক আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।অনুষ্ঠানের শেষে প্রশিক্ষনার্থীদের মধ্য থেকে সম্পূর্ণ আয়োজনের সমালোচনা সম্পর্কিত ফিডব্যাক নেয়া হয় চিরকুটের মাধ্যমে। পরিশেষে ফটোসেশন এবং কার্যনিবার্হী সদস্যদের মধ্যে ফুল এবং উপহারসামগ্রী বিতরণ করা হয়।
নবীন ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থী, প্রশিক্ষণার্থী সহযোগী, প্রেসিডেন্টশিয়াল প্যানেল, গভর্নিং বডি ও এক্সিকিউটিভ প্যানেল এর স্বতস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রামটি সম্পূর্ণ হয়।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply