মঞ্জুর আহমেদঃ পেট্রোবাংলার ০৬ (ছয়) টি সাবসিডিয়ারী কোম্পানী লিমিটেড এর তিতাস গ্যাস, কর্ণফুলী গ্যাস, বাখরাবাদ গ্যাস, পশ্চিমাঞ্চল গ্যাস, জালালাবাদ গ্যাস, সুন্দরবন গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর অধীনে বিগত ০৭ (সাত) বৎসর অর্থাৎ ২০১৫ ইং সাল থেকে গ্যাস সংযোগ প্রাপ্তির জন্য ডিমান্ডনোট/আভ্যন্তরীন পাইপ লাইন নির্মাণ/রাস্তা কাটার অনুমতি/ঠিকাদারী কাজের বিলসহ অন্যান্য সকল অর্থ ব্যয় করিয়া আবেদন জমাদানকারী সিরিয়ালে অপেক্ষমান থাকা প্রায় ২,১৫,০০০ (দুই লক্ষ পনেরো হাজার) গ্রাহকগণের গ্যাস সংযোগ অবিলম্বে প্রদান ও বিদ্যমান লাইন হতে চুলা বর্ধিত করণ কাজ চালু করা ও বিদ্যমান লাইন থেকে নতুন সংযোগ প্রদানের দাবীতে সংবাদ সম্মেলন করেন।
বিদ্যমান সংযোগ থেকে চুলা বর্ধিত করণ কাজ বন্ধ রাখার কারণে আরেক মহা সমস্যা সৃষ্টি হয়েছে যেমন-একজন বাড়ীর মালিকের নীচতলা ও ২য় তলায় গ্যাস সংযোগ বিদ্যমান আছে। তিনি তাহার বাড়ীটি ৩য় তলা অথবা ৪র্থ তলা পর্যন্ত বৃদ্ধি করে এখন চুলা বর্ধিত করন কাজ বন্ধ থাকার কারণে বর্ধিত অংশ ভাড়া দিতে পারছেন না। এই সব দ্বৈত নীতির কারণে প্রতিনিয়ত বাড়ীর মালিকগণ বিভিন্ন প্রতারনার শিকার হচ্ছেন। বিধায় এই সমস্যা সমাধানের জন্য দ্রæত চুলা বর্ধিত করন কাজ চালু করার জন্য পেট্রোবাংলার ০৬ টি সাবসিডিয়ারী কোম্পানী (তিতাস, কর্ণফুলী, বাখরাবাদ, জালালাবাদ, পশ্চিমাঞ্চল, সুন্দরবন) এর নিকট জোর দাবী জানান।
হঠাৎ করে ২০১৫ইং সালে সারা দেশে বিনা নোটিশে গ্যাস সংযোগ কার্যক্রম বন্ধ রাখার কারণে সারাদেশে প্রায় ২৩০০ (দুই হাজার তিনশত) ঠিকাদার এবং তাদের সাথে সংশ্লিষ্ট কাজে কর্মরত কয়েক হাজার লোক বেকার হয়ে আর্থিক উপার্জন না থাকায় পরিবার-পরিজন নিয়ে দূর্বিসহ জীবন যাপন করছেন। যাহা উন্নয়নমুখী ও গণতান্ত্রিক দেশে মোটেও কাম্য হইতে পারে না।
উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সাধারণ সম্পাদক এ.কে.এম অলিউল্লা হক, আরও উপস্থিত ছিলেন, সভাপতি আবুল হাসেম পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম সরকার, সহ-সভাপতি মোঃ সওকত হোসেন, সহ-সভাপতি আলমগীর নুর, অর্থ সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন চৌধুরী, প্রচার সম্পাদক আব্দুস ছালাম প্রমুখ।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply