বিশেষ প্রতিনিধি: সামাজিক কার্যক্রমে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ পিস ফাউন্ডেশন থেকে বিশেষ সম্মাননা পদক পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী শায়লা সাবরিন।
বুধবার ৩১ শে আগষ্ট ২০২২, সাগর—রুনি মিলনায়তনে (ডিআরইউ) এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে এই পদক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট দার্শনিক আবু মহি মুসা, বিশেষ অতিথি ছিলেন স্ক্রিপ্ট লেখক ও চলচ্চিত্র পরিচালক শাহনুর খান রিপন এবং সভাপতিত্ব করেছেন বিশিষ্ট লেখক ও শিল্প উদ্যোক্তা এম মিরাজ হোসেন।
করোনা ক্রান্তিকালীন সময়ে অসহায় ও দরিদ্র মানুষকে খাদ্য, চিকিৎসা ও আর্থিক সহায়তা প্রদান, গৃহহীন ও প্রতিবন্ধীদের জন্য বিনামূল্যে আবাসন ব্যবস্থা, শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ, মসজিদ সংস্কার সহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা পালনের জন্য বাংলাদেশ পিস ফাউন্ডেশন তাঁকে ২০২২—২৩ এর জন্য পিস অ্যাওয়ার্ড প্রদান করে।
শায়লা সাবরিন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী; পিপিএস প্লাস্টিক পাইপ ইন্ডাস্ট্রি লিঃ ও রোজলিন লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক। বিশিষ্ট নারী উদ্যোক্তা হিসেবে তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে জাতিসংঘের ৭২, ৭৩ ও ৭৪ তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ করেছেন। তিনি লায়নস ক্লাব অব মহাখালী ফ্রেন্ড্রস এর ২০২১—২২ এর প্রেসিডেন্ট ছিলেন।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply