মঞ্জুর আহমেদ: আগামী (মঙ্গলবার) ৮ নভেম্বর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস। এ উপলক্ষে ঘোষণা করা হয়েছে সপ্তাহব্যাপী কর্মসূচি ও নানা আয়োজন।
রোববার রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৮ নভেম্বর আইডিইবি ভবনে স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল আলোচনা ও বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করবেন। গণপ্রকৌশল দিবসে সেমিনার এবং বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন ও আগামী চ্যালেঞ্জ বিষয়ে আলোচনা অনুষ্ঠানসহ থাকবে রক্তদান কর্মসূচি। সমৃদ্ধ বাংলাদেশের রূপকল্প এগিয়ে নিতে ও বিদ্যুৎ-জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে এ দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানি”।
সংবাদ সম্মেলনে আইডিবির সাধারণ সম্পাদক বলেন, সারাদেশে যতগুলো সরকারি অফিস রয়েছে, সেগুলোর ছাদে সোলার সিস্টেম স্থাপন করলে ৬-৭ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। এর বাইরে কৃষি জমির ২০ থেকে ৩০ ফুট উপরে সোলার স্থাপন করলে শস্য উৎপাদনে কোনো ক্ষতি হবে কি না, সেটি গবেষণা করে দেখা প্রয়োজন। এ বিষয়ে আইডিইবি কাজ করছে। দ্রুত এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হবে।
সভাপতি এ কে এম হামিদ বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলো একই দিনে বিভিন্ন দিবস পালন করে। এরপরও বিজ্ঞান ও প্রযুক্তি প্রকৌশল দিবস পালন করা হয় না। এ বিষয়ে তিনি জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি দাবি করেন।
এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি এ কে এম আব্দুল মোতালেব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান খান, জনসংযোগ ও প্রচার সম্পাদক মো. সিরাজুল ইসলাম প্রমুখ।সংবাদ সম্মেলনে জানানো হয়, ৮ নভেম্বর আইডিইবি ভবনে স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল আলোচনা ও বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করবেন। গণপ্রকৌশল দিবসে সেমিনার এবং বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন ও আগামী চ্যালেঞ্জ বিষয়ে আলোচনা অনুষ্ঠানসহ থাকবে রক্তদান কর্মসূচি। সমৃদ্ধ বাংলাদেশের রূপকল্প এগিয়ে নিতে ও বিদ্যুৎ-জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে এ দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানি”।
সংবাদ সম্মেলনে আইডিবির সাধারণ সম্পাদক বলেন, সারাদেশে যতগুলো সরকারি অফিস রয়েছে, সেগুলোর ছাদে সোলার সিস্টেম স্থাপন করলে ৬-৭ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। এর বাইরে কৃষি জমির ২০ থেকে ৩০ ফুট উপরে সোলার স্থাপন করলে শস্য উৎপাদনে কোনো ক্ষতি হবে কি না, সেটি গবেষণা করে দেখা প্রয়োজন। এ বিষয়ে আইডিইবি কাজ করছে। দ্রুত এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হবে।
সভাপতি এ কে এম হামিদ বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলো একই দিনে বিভিন্ন দিবস পালন করে। এরপরও বিজ্ঞান ও প্রযুক্তি প্রকৌশল দিবস পালন করা হয় না। এ বিষয়ে তিনি জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি দাবি করেন।
এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি এ কে এম আব্দুল মোতালেব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান খান, জনসংযোগ ও প্রচার সম্পাদক মো. সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, শিক্ষা ও প্রশিক্ষন সম্পাদক আলী ইদরীস, চাকরি ও আইন বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুছ, আইসিটি ও গবেষণা সম্পাদক শাহজাহান কবীর, সাংগঠনিক সম্পাদক রেহান মিয়া, আন্তর্জাতিক বিষয়ক কামরুজ্জামান নয়ন, আইডিইবি ঢাকা জেলার সভাপতি মোঃ খবীর হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply