পাবিপ্রবি প্রতিনিধিঃ
বিজয়ের মাসকে কেন্দ্র করে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বাংলা বিভাগে সাংস্কৃতিক সপ্তাহ ও বিজয় উৎসবের উদ্বোধন করা হয়েছে।
৪ ডিসেম্বর (রোববার) সকাল ১০টায় বাংলা বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তাবৃৃন্দ সম্মিলিতভাবে প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালি বের করে। র্যালী শেষে কবি বন্দে আলী মিয়া মুক্তমঞ্চে পাঁয়রা উড়িয়ে সাংস্কৃতিক সপ্তাহ ও বিজয় উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন।
সকাল ১০:৩০ মিনিটে অনুষ্ঠানিকভাবে কবি বন্দে আলী মিয়া মুক্তমঞ্চে বিজয় উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাউদ্দীন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিজয়ের মাস চলছে। আর এই বিজয়ের মাসে বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ অত্যন্ত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। যার জন্য আমি বাংলা বিভাগকে অভিনন্দন জানাই। এই বর্ণিল আয়োজনে আমি আনন্দিত।
তিনি আরও বলেন, আমাদের বিজয় অনেক দিক দিয়ে হয়েছে। দেশের বিজয়ের সঙ্গে আমাদের মানসিকতার বিজয়, আমাদের সাংস্কৃতিক উন্নয়নের বিজয়, চিন্তার বিজয় হয়েছে। এই বিজয়কে শুধু পাওয়া না এটাকে আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই এখন আমাদের বড় কাজ। আমাদের বিজয়, স্বাধীনতা এগুলো সব ওতপ্রোতভাবে জড়িত। আমরা যখন চিন্তায় মননে এগিয়ে যাওয়ার সুযোগ পাব তখনই আমরা স্বাধীনতা পাব। আমরা শুধু ভৌগলিক স্বাধীনতাই পাইনি বরং আমরা চিন্তার স্বাধীনতাও পেয়েছি। আমরা যখন স্বাধীনভাবে চিন্তা করতে পারব তখন আমরা স্বাধীনভাবে এগিয়ে যেতে পারব।
এসময় উপস্থিত ছিলেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ, ব্যবসা শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. দিলীপ কুমার সরকার, প্রক্টর মো. কামাল হোসেন, সহকারী প্রক্টর মো. মাসুদ রানা, ড. মো. লোকমান আলীসহ বাংলা বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply