বিমান বন্দরের অব্যবস্থাপনা চোখে পড়ার মতো ও দৃষ্টিকটু যা একটি দেশের সন্মানের সাথে যায় না। অহেতুক অতি জনবল ও যাত্রীদের অনেক ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ ও নিম্ন আচরণের কারণে তাদের মনক্ষুন্নতা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এসব ব্যাপারে মধ্যম পর্যায়ের সৎ ও নির্ভীক কর্তা ব্যক্তিদের নিয়মিত মনিটরিং ও তরিৎ ব্যবস্হা গ্রহনের মাধ্যমে আমাদের মর্যাদা আন্তর্জাতিক অঙ্গনে দিন দিন বৃদ্ধি পেতে থাকবে।
যেটা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো সিসিটিভি ক্যামেরা আরো বেশি পরিমানে বসানো এবং অহেতুক ওয়ারল্যাস সেট বা পোশাক ও পোশাক বিহীন সিভিলে লোকজন বা কর্তা ব্যক্তিদের ঘুড়াফেড়া না করে বেড়ানো। কাস্টমস হলে লাল ও গ্রীন চ্যানেল পার হওয়াটাই অনেক সময় কঠিন হয়ে যায় এতো বেশি পরিমানে লোকজনের উপস্থিতিতে। তাদের নানাবিধ জেড়া, কটু ও অশালীন ব্যবহার ও অশোভন জিজ্ঞাসাবাদ আন্তর্জাতিক দেশি ও বিদেশী যাত্রীদের জন্য। সব শেষ হয়েও হয় না শেষ এমন দৃশ্যাবলীও ঘটে চলেছে অহরহ। শেষ গেটটি অতিক্রমের সময় আরো কিছু দফতরের লোকজন যাত্রীদের আটকিয়ে তাদের পাসপোর্ট দেখা ও জিজ্ঞাসাবাদের সম্মুখীন করে থাকে যা একজন ব্যক্তিকে নাজেহাল ও মানহানি করার নামান্তর।
এখন বিশ্ব হচ্ছে আধুনিক প্রযুক্তির যুগ। আপনি অত্যাধুনিক কারিগরি জ্ঞান ও যন্ত্রপাতি দিয়েই বৈধ ও অবৈধ সামগ্রী চিহ্নিত করে নিতে পারেন। সেক্ষেত্রে নিশ্চিত হয়েই আপনি একজনকে গভীর পর্যবেক্ষণের আওতায় এনে শাস্তিমূলক বা জরিমানার উদ্যোগ নিতে পারেন। তাছাড়াও বিমান থেকে মালামাল নামানোর পর বেল্টে তোলার আগেও আধুনিক প্রযুক্তির স্ক্যান মেশিনে চেক করার সুযোগ নিতে পারেন যাত্রীদের অগোচরেই। বিভিন্ন দেশের সাথে আন্তঃদেশিয় চুক্তির মাধ্যমে আগাম অনেক তথ্য নেয়ার ব্যবস্থাও করা যেতে পারে। যা দেশের জন্য ঝুঁকি বা শুল্কমুক্ত নয় এমন জিনিস আনার আগ্রহ ক্রমান্বয়ে স্তিমিত বা সীমিত হয়ে আসবে এক সময়।
চলবে…….
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/somoynewsbd/public_html/wp-includes/functions.php on line 5667
Leave a Reply